পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মুখ্যমন্ত্রী পাকিস্তানের দোসর : জয়প্রকাশ - tmc

BJP-র সংকল্প যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান করা উচিত ছিল বলে মন্তব্য করলেন রাজ্য BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাকিস্তানের দোসর বলে চিহ্নিত করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Mar 4, 2019, 2:09 AM IST

কলকাতা, ৪ মার্চ : BJP-র সংকল্প যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান করা উচিত ছিল বলে মন্তব্য করলেন রাজ্য BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। গতকাল বেলা ১২টা নাগাদ যাদবপুর থানার সামনে থেকে হাজরা মোড় পর্যন্ত BJP-র বাইক মিছিল হওয়ার কথা ছিল। বাইক মিছিলে অংশগ্রহণ করতে আসার সময় বিভিন্ন স্থানে BJP সমর্থকদের পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। যাদবপুর থানার সামনে BJP-র দুই সমর্থক জাতীয় পতাকা নিয়ে কসবার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সেখানেই তাদের আটক করে থানায় নিয়ে যায়। দক্ষিণ কলকাতার বিভিন্ন থানায় আটক করা হয় BJP-র কর্মীদের। ভবানীপুর থানায় আটক করা হয় ২০ জনকে। অভিযোগ, চারু মার্কেট, যাদবপুর এবং লেক থানাতেও আটক করা হয় BJP কর্মীদের।

এরপর জয়প্রকাশ বাইক আরোহীদের নিয়ে পুলিশকর্মীদের সঙ্গে কথা বলতে যান। তাঁকেও থানায় নিয়ে যায়। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে BJP সমর্থকরা। জয়প্রকাশ বলেন, "গণতন্ত্রের উপর আঘাত করা হচ্ছে। এই প্রথম স্বাধীন ভারতে জাতীয় পতাকা নিয়ে বেরোনোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করল। এটা করে মমতা বন্দ্যোপাধ্যায় দুঃসাহস দেখালেন। বাইক নিয়ে বেরোনোর অপরাধে BJP কর্মীদের আটক করলেন তিনি। আমাদের গ্রেপ্তার করলেন। এই সংকল্প যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল যোগদান করা। পাকিস্তানের বিদেশমন্ত্রী যে কথা বলছেন, আমাদের মুখ্যমন্ত্রীও সে কথা বলছেন। স্বাধীন ভারতের জাতীয় পতাকা নিয়ে, বাইক নিয়ে বেরোনোর জন্য কোনও অনুমতি লাগে না। ভারতের বুকে আমাদের যেভাবে বিদেশি শত্রুদের হাতে নাজেহাল হতে হচ্ছে, তার প্রতিবাদে আমাদের আজকের সংকল্প যাত্রা ছিল।"

তিনি আরও বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে ওঠাই সংকল্প যাত্রার অন্যতম উদ্দেশ্য। রাজ্যের গণতন্ত্র হত্যা করছে তৃণমূল কংগ্রেস। গণতন্ত্র এবং দেশের জন্য সংকল্প যাত্রা। একতার জন্য সংকল্প যাত্রা। তাঁরও এই যাত্রায় অংশগ্রহণ করা উচিত ছিল।" একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাকিস্তানের দোসর বলে চিহ্নিত করেন তিনি। দেশের মানুষ কার পক্ষে, আর কার বিপক্ষে আছেন, তা নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হবে বলে তিনি মনে করেন।

ABOUT THE AUTHOR

...view details