পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Jawhar Slams Shah: এবার অভিষেকের সুরেই শাহকে আক্রমণ জহরের, তবে কি বরফ গলছে ? - অমিত শাহ

এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সুরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) আক্রমণ করলেন জহর সরকার (Jawhar Slams Shah)৷ তবে কি বরফ গলতে চলেছে ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে ৷

Jawhar Sircar follows Abhishek Banerjee, slams Amit Shah
এবার অভিষেকের সুরেই শাহকে আক্রমণ জোহরের, তবে কি বরফ গলছে

By

Published : Sep 4, 2022, 8:11 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর:'মিলে সুর মেরা তুমহারা তো সুর বানে হামারা'। না এই লেখার পটভূমি কোনও দেশাত্মবোধক কিছু নয় । তৃণমূল কংগ্রেস এখন যৌথ পরিবারের উৎকৃষ্ট উদাহরণ । গতকাল পর্যন্ত যাঁকে বিস্ফোরক বক্তব্যের জন্য পাল্টা আক্রমণের মুখে পড়তে হচ্ছিল, আজ তিনিই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যের সুরে সুর মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ শানালেন পাপ্পু বলে । রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ (MP) জহর সরকারকে (Jawhar Sircar) নিয়ে তৃণমূল কংগ্রেসে (TMC) বরফ গলার ইঙ্গিত মিলেছে ৷

আজ এই আক্রমণ থেকেই স্পষ্ট হয়ে গেল, গত দুদিন ধরে তাঁর থাকা না থাকা, দলের তরফ থেকে সাবধানবাণী-সহ একাধিক যে জল্পনা চলছিল, এইবার হয়তো সব সমস্যা মিটতে চলেছে । এখন তৃণমূল কংগ্রেস যেন একটা সুখী পরিবারের নাম, যেখানে সকলেই এক সুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ শানাচ্ছেন । আর এর থেকেই এ বার রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, তাহলে বোধহয় এ বার জহর ইস্যু সলভড । সুর নরম করে অভিষেককে সমর্থন করে এই রাজ্যসভার সাংসদ বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলেই থাকছেন তিনি ।

আরও পড়ুন:জহরের বিরুদ্ধে কি আদৌ কঠোর হবে তৃণমূল নেতৃত্ব ! বাড়ছে ধোঁয়াশা

কলকাতায় ইডির দফতরে দীর্ঘ জেরার শেষে বেরিয়ে গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) আক্রমণ করেছিলেন অভিষেক (Abhishek Banerjee)। বলেছিলেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় পাপ্পুর নাম অমিত শাহ । এই বক্তব্যটি শুধু এখানেই থেমে থাকেনি ৷ এরপর দেখা যায় ছোট-বড় মাঝারি নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই লাইনেই আক্রমণ করতে থাকেন । গতকাল অমিত শাহের ছবি দিয়ে এবং অভিষেকের বক্তব্যকে উদ্ধৃত করে টি-শার্টও প্রকাশ করে দল । রবিবার দলের অন্যান্য নেতাদের সঙ্গে সাযুজ্য রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্যসভার সাংসদ জহর সরকার । আর এর থেকেই অনেকে মনে করছেন পূর্বের অবস্থান থেকে হয়তো এ বার সরেই এসেছেন জহরবাবু (Jawhar Sircar)।

ABOUT THE AUTHOR

...view details