কলকাতা, 4 সেপ্টেম্বর:'মিলে সুর মেরা তুমহারা তো সুর বানে হামারা'। না এই লেখার পটভূমি কোনও দেশাত্মবোধক কিছু নয় । তৃণমূল কংগ্রেস এখন যৌথ পরিবারের উৎকৃষ্ট উদাহরণ । গতকাল পর্যন্ত যাঁকে বিস্ফোরক বক্তব্যের জন্য পাল্টা আক্রমণের মুখে পড়তে হচ্ছিল, আজ তিনিই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যের সুরে সুর মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ শানালেন পাপ্পু বলে । রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ (MP) জহর সরকারকে (Jawhar Sircar) নিয়ে তৃণমূল কংগ্রেসে (TMC) বরফ গলার ইঙ্গিত মিলেছে ৷
আজ এই আক্রমণ থেকেই স্পষ্ট হয়ে গেল, গত দুদিন ধরে তাঁর থাকা না থাকা, দলের তরফ থেকে সাবধানবাণী-সহ একাধিক যে জল্পনা চলছিল, এইবার হয়তো সব সমস্যা মিটতে চলেছে । এখন তৃণমূল কংগ্রেস যেন একটা সুখী পরিবারের নাম, যেখানে সকলেই এক সুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ শানাচ্ছেন । আর এর থেকেই এ বার রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, তাহলে বোধহয় এ বার জহর ইস্যু সলভড । সুর নরম করে অভিষেককে সমর্থন করে এই রাজ্যসভার সাংসদ বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলেই থাকছেন তিনি ।