পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পুলিশের উঁচুতলায় রদবদল, কলকাতার স্পেশাল পুলিশ কমিশনার জাভেদ শামিম - সিদ্ধিনাথ গুপ্তা

আজ স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে IG থেকে ADG পদমর্যাদায় উন্নীত হলেন অজয় রানাডে ও জাভেদ শামিম । জাভেদ শামিম কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার 1 হিসেবে কর্মরত ছিলেন । তিনি ADG পদমর্যাদায় কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার হলেন ।

Kolkata Police
জাভেদ শামিম

By

Published : Dec 30, 2019, 11:23 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর : পুলিশের উঁচুতলায় বড়সড় রদবদল ৷ বছর শেষের আগেই পদোন্নতির সুখবর পেলেন কয়েকজন IPS অফিসার । কলকাতার স্পেশাল পুলিশ কমিশনার হলেন জাভেদ শামিম । ADG (CID) হলেন সিদ্ধিনাথ গুপ্তা ।

আজ স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে IG থেকে ADG পদমর্যাদায় উন্নীত হলেন অজয় রানাডে ও জাভেদ শামিম । জাভেদ শামিম কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার 1 হিসেবে কর্মরত ছিলেন । তিনি ADG পদমর্যাদায় কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার হলেন । অজয় রানাডে ADG (প্ল্যানিং) হিসেবে বদলি হলেন । তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার 2 হিসেবে কর্মরত ছিলেন । ডক্টর আর শিবকুমার IG (অ্যাডমিনিস্ট্রেশন) ছিলেন । পদোন্নতি হল তাঁরও । তিনি ADG (অ্যাডমিনিস্ট্রেশন) হলেন ।

সুমন বালা সাহু DG (ওয়েলফেয়ার) হিসেবে কর্মরত ছিলেন । তিনি DG (টেলিকমিউনিকেশন) পদ পেলেন । হরমনপ্রিত সিং ADG (সেন্ট্রাল সিকিউরিটি) হিসেবে কর্মরত ছিলেন । তাকে FSL অ্যাডমিনিস্ট্রেটর করা হল । রণবীর কুমার ADG (আর্মড পুলিশ) হিসেবে কর্মরত ছিলেন । তাকে ADG (ওয়েলফেয়ার) করা হল । দেবাশিস রায় ছিলেন ADG (টেলিকমিউনিকেশন) । তাকে ADG (আর্মড পুলিশ) পদে নিয়ে আসা হল । সিদ্ধিনাথ গুপ্তা ADG (CIF) হিসেবে কর্মরত ছিলেন । তিনি ADG (CID) পদে এলেন ।

ABOUT THE AUTHOR

...view details