পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

1 অক্টোবর থেকে চালু প্রেক্ষাগৃহ, হবে যাত্রা-নাটকও; জানালেন মুখ্যমন্ত্রী - Jatras, Plays, OATs allowed to function

যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সংগীত-আবৃত্তি-নৃত্যানুষ্ঠান, ম্যাজিক শো-গুলিতে সর্বাধিক 50 জন অংশগ্রহণকারী থাকতে পারবেন ।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Sep 26, 2020, 9:27 PM IST

Updated : Sep 26, 2020, 11:25 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : আনলক 4 -এর গাইডলাইনে আগেই সবুজ সংকেত দেওয়া হয়েছিল । এবার রাজ্য সরকারেরও অনুমতি মিলল । 1 অক্টোবর থেকে রাজ্যে যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সংগীত-আবৃত্তি-নৃত্যানুষ্ঠান, ম্যাজিক শো চালু করার অনুমতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । খুলছে প্রেক্ষাগৃহও ।

রাজ্য যাতে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে পারে, সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । নিষেধাজ্ঞা শিথিল হলেও বেশ কিছু ক্ষেত্রে থাকছে কড়াকড়ি । সামাজিক দূরত্ববিধির দিকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব । যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সংগীত-আবৃত্তি-নৃত্যানুষ্ঠান, ম্যাজিক শো-গুলিতে সর্বাধিক 50 জন অংশগ্রহণকারী থাকতে পারবেন । এই সংক্রান্ত একটি টুইটও করেছেন মুখ্যমন্ত্রী ।

অংশগ্রহণকারীদের প্রত্যেকের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে । একইসঙ্গে কোরোনা সংক্রান্ত অন্যান্য স্বাস্থ্যবিধিগুলিও যথাযথভাবে মেনে চলতে হবে ।

এর আগে আনলকের চতুর্থ পর্যায়ের গাইডলাইনে বিভিন্ন প্রেক্ষাগৃহ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক । তবে রাজ্যগুলির অনুমতি সাপেক্ষে মুক্ত মঞ্চগুলিতে অনুষ্ঠান করার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্র । সেই মতো 1 অক্টোবর থেকে যথাযথ নিয়মবিধি মেনে রাজ্যে চলচ্চিত্র, যাত্রা, নাটক, মুক্তমঞ্চে থিয়েটার, সংগীত-আবৃত্তি-নৃত্যানুষ্ঠান, ম্যাজিক শো চালু করার অনুমতি দিল রাজ্য ।

প্রসঙ্গত, আনলকের চতুর্থ পর্যায় কার্যকর থাকবে 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত । এর পরবর্তী ক্ষেত্রে আরও কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল হতে পারে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল ।

Last Updated : Sep 26, 2020, 11:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details