পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

STF-র জালে জামাত জঙ্গি - পুলিশের হাতে ধৃত JMI জঙ্গি

জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার (JMI) এক সদস্যকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ৷ ধৃত জঙ্গির নাম আবুল কাশেম ৷

ধৃত জামাত জঙ্গি

By

Published : Sep 2, 2019, 12:39 PM IST

Updated : Sep 2, 2019, 2:04 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার (JMI) এক সদস্যকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ৷ বিশেষ সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে STF ৷ ধৃত জঙ্গির নাম আবুল কাশেম ৷

বিশেষ সূত্রে খবর পেয়ে STF-র আধিকারিকরা আজ সকাল দশটা নাগাদ ইস্ট ক্যানাল রোডে যান ৷ সেখানে গজনবি ব্রিজের কাছ থেকে আবুল কাশেম ওরফে শেমকে আটক করে STF-র আধিকারিকরা ৷ বছর বাইশের কাশেম আদতে বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা ৷ তার কাছে উদ্ধার হয় বেশ কিছু লিফলেট, বই ৷ আরও বেশ কয়েকটি জিনিস উদ্ধার হলেও সে বিষয়ে মুখ খোলেননি STF-র গোয়েন্দারা ৷ উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে বিস্ফোরক রয়েছে কি না খতিয়ে দেখছেন STF-র আধিকারিকরা ৷ পরে তাকে গ্রেপ্তার করা হয় ৷

আরও পড়ুন : শিয়ালদায় STF-র জালে জামাত জঙ্গি

তদন্তকারীরা জানাচ্ছেন, কাশেমকে জেরা করে ইতিমধ্যেই বর্ধমানের JMI সংক্রান্ত বেশকিছু তথ্য পাওয়া গেছে ৷ তার ভিত্তিতে নতুন এক মামলা রুজু হয়েছে ৷ কাশেম কী কারণে কলকাতায় এসেছিল, তা জানার চেষ্টা চলছে ৷ তবে কি কলকাতাতেও নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে JMI ? STF-র বক্তব্য, এখনও পর্যন্ত বিষয়টি পরিষ্কার নয় ৷ ধৃতকে আজ আদালতে তুলে নিজেদের হেপাজতে চাওয়া হবে ৷ তারপরই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

বর্ধমানে সক্রিয় জামাতের জঙ্গিরা ৷ খাগড়াগড়ে বিস্ফোরণ কাণ্ডে ধরপাকড়ের পরেও বন্ধ হয়নি JMI-র কার্যকলাপ ৷ সূত্রের খবর, বর্তমানে সক্রিয় রয়েছে জামাতের বেশ কয়েকটি মডিউল ৷ সেরকমই একটি মডিউলের সদস্য হল কাশেম ৷ STF-র গোয়েন্দাদের আশা, তাকে জিজ্ঞাসাবাদ করে JMI-র বর্ধমান চ্যাপ্টারের বহু তথ্য পাওয়া যাবে ৷

Last Updated : Sep 2, 2019, 2:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details