পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Jagdeep Dhankhar : গীতার বাণী শুনিয়ে 'ফলের আশা ছেড়ে' দিল্লি চললেন ধনকড় - breaking news today

শনিবার আচমকাই দিল্লি গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভগবত গীতার বাণী ৷ কেন ? এই প্রশ্ন ঘিরেই তোলপাড় রাজনৈতিক মহল ৷

jagdeep-dhankhar-went-new-delhi-after-post-excerpt-from-bhagbad-gita-in-social-media
Jagdeep Dhankhar : ভগবত গীতার বাণী শুনিয়ে দিল্লি গেলেন ধনকড়

By

Published : Jul 17, 2021, 2:03 PM IST

কলকাতা, 17 জুলাই : ‘কাজ করে যাও ৷ ফলের আশা করো না ৷’ ভগবত গীতা থেকে এই বাণী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ শনিবার সকালে ধনকড়ের এই পোস্টের কারণ নিয়ে যখন জল্পনা শুরু হয়, ঠিক তখনই পাওয়া যায় আরও একটি চমকপ্রদ খবর ৷ জানা গিয়েছে যে এদিন সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজ্যপাল ৷

এর পর পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধানকে ঘিরে জল্পনা দ্বিগুন হয়েছে ৷ হঠাৎ করে তিনি কেন গেলেন দিল্লি, আপাতত এই প্রশ্নেরই উত্তর খুঁজছে রাজ্যের রাজনৈতিক মহল ৷ কারণ, রাজ্যপালের এবারের দিল্লি যাত্রা নিয়ে আগে থেকে কারও কাছে কোনও খবর ছিল না ৷ এমনকী, এদিন সকালে দিল্লি যাওয়ার ব্যাপারে কোনও বার্তাও দেননি ধনকড় ৷ তার সঙ্গে সাতসকালে গীতার বাণী পোস্ট করলেন ৷ রাজ্যের রাজনৈতিক মহল তাই খোঁজার চেষ্টা করছে যে এই পোস্টের সঙ্গে কি তাঁর দিল্লি সফরের কোনও যোগসূত্র থাকতে পারে ?

আরও পড়ুন :বিপ্লবের উদাহরণ টেনে মমতাকে তৃণমূল-বিজেপির পার্থক্য বোঝালেন দিলীপ

রাজ্যপাল এদিন সোশ্যাল মিডিয়ায় দু’টি পোস্ট করেছেন ৷ একটিতে লিখেছেন, ‘‘ভগবত গীতা হল আমাদের সময়ের অন্তহীন এক পথপ্রদর্শক ৷ এই ভাবনা শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে ৷ এই সঙ্কটের সময় পদক্ষেপ না করা সভ্যতা ও সম্প্রীতিকে নষ্ট করে ৷’’ আর অন্য টুইটটিতে প্রথমে সংস্কৃতে গীতা থেকে দু’টি লাইন লিখেছেন ৷ তার পর ব্যাখ্যা দিয়েছেন ৷

এটা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যে রিপোর্ট জমা দিয়েছে ৷ রাজ্যপাল আসলে সেই দিকেই ইঙ্গিত করেছেন ৷ তিনি বারবার ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন ৷ এই নিয়ে রাজ্য সরকারের যথাযথ পদক্ষেপ করা উচিত বলে জানিয়েছেন ৷ সেই কারণেই তিনি নিজের পোস্টে ‘ইনঅ্যাকশন বা পদক্ষেপ না করার’ কথা লিখেছেন ৷ যা থেকে বোঝানো যায় যে রাজ্য সরকার এই নিয়ে কোনও পদক্ষেপ করছে না ৷ আর এতে বাংলায় সম্প্রীতি নষ্ট হচ্ছে ৷

আরও পড়ুন :এবার ত্রিপুরা-অসম-পঞ্জাব-উত্তরপ্রদেশ-দিল্লিতেও দিদি, জায়েন্ট স্ক্রিনে একুশে জুলাই

প্রসঙ্গত, গত মাসে রাজ্যপাল নয়াদিল্লিতে গিয়ে বেশ কয়েকদিন ছিলেন ৷ দেখা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) চেয়ারম্যান অরুণ মিশ্র, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) সঙ্গে দেখা করেছিলেন ৷ পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক তথ্য তুলে দিয়েছিলেন ৷ সূত্রের খবর, এবারও তিনি একই কাজ করবেন ৷ জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) রিপোর্ট সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে জানাবেন ৷

অন্যদিকে রাজনৈতিক মহলের অন্য একটি অংশের মতে, রাজ্যপালকে বদলে দেওয়া নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে ৷ ধনকড়কে রাজ্যপালের পদ থেকে সরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ ফলে এবার হয়তো পশ্চিমবঙ্গে ধনকড়ের মেয়াদ শেষ হতে চলেছে ৷ সেই কারণেই তাঁকে নয়াদিল্লিতে ডাকা হয়েছে ৷ আর সেটা বুঝতে পেরেই ‘কাজ করে যাও, ফলের আশা করো না’, গীতা থেকে এই বাণীটি দিয়েছেন জগদীপ ধনকড় ৷

আরও পড়ুন :সাংবিধানিক ব্যবস্থায় বিশ্বাস নেই মমতার, অভিযোগ বিজেপির গৌরবের

ABOUT THE AUTHOR

...view details