কলকাতা, 4 জানুয়ারি : নৈহাটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রাজ্য প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল ৷ তিনি একটি টুইটে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ঘটনায় তিনি মর্মাহত ৷ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় ঘুরিয়ে রাজ্যকেই দুষলেন তিনি ৷ রাজ্য প্রশাসনের গাফিলতির দিকে আবারও আঙুল তুললেন জগদীপ ধনকড় ৷
টুইটে তিনি লেখেন, অভিযোগ ছিল নিষিদ্ধ বোমা তৈরি হত কারখানায় ৷ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবিও জানিয়েছেন ধনকড় ৷ এই ঘটনায় প্রশাসনের ভূমিকা কী তা ঠিক করে দ্রুত ব্যবস্থা নিতে হবে, একথা উল্লেখও করেছেন তিনি টুইটে ৷