পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নৈহাটি বিস্ফোরণে রাজ্য প্রশাসনকে দুষলেন রাজ্যপাল - জগদীপ ধনকড় টুইট

নৈহাটির অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ৷

নৈহাটি বিস্ফোরণে রাজ্য প্রশাসনকে দুষলেন রাজ্যপাল
নৈহাটি বিস্ফোরণে রাজ্য প্রশাসনকে দুষলেন রাজ্যপাল

By

Published : Jan 4, 2020, 12:50 PM IST

Updated : Jan 4, 2020, 12:56 PM IST

কলকাতা, 4 জানুয়ারি : নৈহাটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রাজ্য প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল ৷ তিনি একটি টুইটে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ঘটনায় তিনি মর্মাহত ৷ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় ঘুরিয়ে রাজ্যকেই দুষলেন তিনি ৷ রাজ্য প্রশাসনের গাফিলতির দিকে আবারও আঙুল তুললেন জগদীপ ধনকড় ৷

টুইটে তিনি লেখেন, অভিযোগ ছিল নিষিদ্ধ বোমা তৈরি হত কারখানায় ৷ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবিও জানিয়েছেন ধনকড় ৷ এই ঘটনায় প্রশাসনের ভূমিকা কী তা ঠিক করে দ্রুত ব্যবস্থা নিতে হবে, একথা উল্লেখও করেছেন তিনি টুইটে ৷

এলাকাবাসীর দাবি, প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই অবৈধ কারখানা বহুদিন ধরে চলছে । গতকাল নৈহাটিতে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় পাঁচ জনের । প্রত্যেকেই এই কারখানার শ্রমিক । নাম কল্পনা হালদার (44), বিন্ডা সাঁপুই (42), মনসুল পেয়াদা (17), রাম বেসরা (44) প্রাণ হারিয়েছেন বিস্ফোরণে ৷ জখম হয়েছেন অন্তত 10 জন । এমনকী, একবছর আগেও এই কারখানায় বিস্ফোরণ হয় । মৃত্যু হয় ছ'জনের ।

স্থানীয়দের অভিযোগ, পুলিশের পরোক্ষ মদতেই এই বেআইনি কারবার চালাচ্ছিল ওই কারখানার মালিক । আজ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ৷

Last Updated : Jan 4, 2020, 12:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details