কলকাতা, 15 জুলাই : শিক্ষা ব্যবস্থাকে খাঁচাবন্দী করলে তার ফল ভয়াবহ হতে বাধ্য ৷ আজ ফের রাজ্য সরকারকে কটাক্ষ করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ পাশাপাশি তিনি লেখেন, পড়ুয়াদের কথা ভেবে উপাচার্যদের উচিত ভার্চুয়াল কনফারেন্সে যোগ দেওয়া ৷
শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক খাঁচাবন্দী করে রাখলে ফল ভয়াবহ হবে, টুইট রাজ্যপালের - jagdeep dhankhar
শিক্ষা ব্যবস্থায় রাজনীতিকরণের বিরোধিতা করে টুইট করেন রাজ্যপাল ৷
আবারও রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার ৷ এবার শিক্ষা ব্যবস্থায় রাজনীতিকরণ প্রসঙ্গে রাজ্য সরকারকে বিঁধলেন তিনি ৷ আজ পর পর কয়েকটি টুইটারে মুখ্যমন্ত্রীর উদ্দেশে রাজ্যপাল লেখেন, ‘‘ছাত্র-ছাত্রীদের মুখ চেয়ে এবং তাঁদের অগ্রাধিকারের কথা ভেবে উপাচার্যদের ভার্চুয়াল কনফারেন্সে যোগ দেওয়া প্রয়োজন । এক্ষেত্রে পক্ষপাতমূলক অবস্থান নেওয়া অনুচিত । শিক্ষা এবং শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক পদক্ষেপ করতে চেয়েও তা সম্ভব হচ্ছে না ।’’
এর পাশাপাশি তিনি লেখেন, ‘‘শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক খাঁচাবন্দী করে রাখলে তার ফল ভয়াবহ হতে বাধ্য ৷ এমন ব্যবস্থা আত্মঘাতী ৷ উপাচার্যদের কাছে আইন কি কারও অঙ্গুলিহেলন?’’ এর আগে আরেক টুইটে রাজ্যপাল কটাক্ষ করে লিখেছিলেন, ‘‘মুখ্যমন্ত্রী মনে করেন তাঁর আইন ও নিয়ম দ্বারা বিশ্ববিদ্যালয় ও উপাচার্যরা পরিচালিত হন ৷ কিন্তু উপাচার্যরা আচার্য তথা রাজ্যপালের কথা মেনে চলবেন ৷"