কলকাতা, 1 মে : উপনির্বাচনে জিতে বালিগঞ্জের বিধায়ক হয়েছেন দু'সপ্তাহ হয়ে গিয়েছে ৷ অথচ বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ নিয়ে জটিলতা চলছেই ৷ বাবুলকে শপথবাক্য পাঠ করানোর জন্য রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্য়োপাধ্যায়কে নিয়োগ করলেও তা না-পসন্দ বাবুলের ৷ শনিবার তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্যপালকে ট্যাগ করে একটি টুইট করেন বালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক ৷ কিন্তু বাবুলকে সংবিধানের ধারা স্মরণ করিয়ে শপথগ্রহণ ইস্যুতে বাবুলের আর্জি খারিজ করলেন রাজ্যপাল (Jagdeep Dhankhar rejects Babul Supriyo request on his oath taking ceremony) ৷
শনিবার টুইটে বাবুল সুপ্রিয় লেখেন, "কয়েকমাস হয়ে গেল ৷ সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর বালিগঞ্জ বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে ৷ তাই বালিগঞ্জের মানুষের কথা ভেবে জগদীপ ধনকড় মহাশয়ের কাছে আমার অনুরোধ দয়া করে আপনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন ৷ মাননীয় অধ্যক্ষকে শপথবাক্য পাঠ করানোর অনুমতি দিন যাতে আমি আমার কাজ শুরু করতে পারি ৷"