কলকাতা, 24 নভেম্বর : সদ্যসমাপ্ত বিধানসভার শীতকালীন অধিবেশনে হাওড়া পুরসভা (সংশোধনী) বিল 2021 (Howrah Municipal Corporation Amendment Bill) পাশ হলেও তাতে এখনও অনুমোদন মেলেনি রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar)। ফলত পুরভোটের বিজ্ঞপ্তি জারি নিয়ে তৈরি হয়েছে জটিলতা । সোমবারই রাজ্য়পাল পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে সংশোধনী বিল সংক্রান্ত যাবতীয় তথ্য রাজভবনে চেয়ে পাঠিয়েছিলেন। কালবিলম্ব না করে তা জগদীপ ধনকড়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন অধ্য়ক্ষ বিমান বন্দ্য়োপাধ্য়ায় ৷ 18 দফা আপত্তি তুলে সেই বিল ফেরৎ পাঠালেন রাজ্যপাল ৷
পুনরায় বিল সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা চেয়ে পাঠালেন রাজ্যপাল (Jagdeep Dhankhar has sought further details regarding Howrah Municipal Corporation Amendment Bill) ৷ সদ্য শীতকালীন অধিবেশনে রাজ্য সরকারের তরফ থেকে হাওড়া পুরনিগম থেকে বালি পুরসভাকে আলাদা করার জন্য রাজ্য বিধানসভায় সংশোধনী বিল আনে সরকারপক্ষ। এই বিল বিধানসভায় পাশ হয়ে স্বাক্ষরের জন্য যায় রাজ্যপালের কাছে। রাজ্যপালের সম্মতি পেলেই এই বিল কার্যকর করা যেত ৷ কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকর তো এই বিলে সম্মতি দিলেনই না, উল্টে বিল সংক্রান্ত 18 দফা আপত্তি তুলে তা সরকারপক্ষের কাছে ফেরত পাঠালেন।