কলকাতা, 1 এপ্রিল :অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ঠাকুরনগরে মতুয়া মেলায় যাওয়ার পথে এদিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল (Jagdeep Dhankhar falls sick on his way to Thakurnagar) ৷ তড়িঘড়ি তাঁকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে বলে খবর। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের আমন্ত্রণে শুক্রবার ঠাকুরনগরে মতুয়া মেলায় যোগ দেওয়ার কথা ছিল রাজ্যপালের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ রাজ্যপালের স্বাস্থ্যের খবর নিয়েছেন বলে জানা গিয়েছে ৷ রাজভবনেই চিকিৎসা শুরু হয়েছে রাজ্যপালের ৷
মতুয়া মহাসঙ্ঘের আমন্ত্রণে এদিন বিকেল সাড়ে চারটেয় মতুয়া ধর্মমেলায় যোগ দেওয়ার কথা ছিল রাজ্যপালের ৷ এরপর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করারও কথা ছিল জগদীপ ধনকড়ের ৷ উল্লেখ্য, হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে মঙ্গলবার মতুয়া ধর্মমেলার শুরুতে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর এদিন মতুয়া ধর্মমেলায় রাজ্যপালের যোগদানের খবর বাড়তি মাত্রা যোগ করেছিল ৷