পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Governor Illness : মতুয়া মেলায় যাওয়ার পথে অসুস্থ রাজ্যপাল, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী - Jagdeep Dhankhar Falls Sick

ঠাকুরনগরে মতুয়া মেলায় যাওয়ার পথে এদিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল (Jagdeep Dhankhar falls sick on his way to Thakurnagar) ৷ রাজভবনেই চিকিৎসা শুরু হয়েছে রাজ্যপালের ৷

Jagdeep Dhankhar Falls Sick
অসুস্থ রাজ্যপাল পৌঁছতে পারলেন না মতুয়া মেলায়, খোঁজ নিলেন মমতা

By

Published : Apr 1, 2022, 5:59 PM IST

Updated : Apr 1, 2022, 6:38 PM IST

কলকাতা, 1 এপ্রিল :অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ঠাকুরনগরে মতুয়া মেলায় যাওয়ার পথে এদিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল (Jagdeep Dhankhar falls sick on his way to Thakurnagar) ৷ তড়িঘড়ি তাঁকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে বলে খবর। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের আমন্ত্রণে শুক্রবার ঠাকুরনগরে মতুয়া মেলায় যোগ দেওয়ার কথা ছিল রাজ্যপালের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ রাজ্যপালের স্বাস্থ্যের খবর নিয়েছেন বলে জানা গিয়েছে ৷ রাজভবনেই চিকিৎসা শুরু হয়েছে রাজ্যপালের ৷

মতুয়া মহাসঙ্ঘের আমন্ত্রণে এদিন বিকেল সাড়ে চারটেয় মতুয়া ধর্মমেলায় যোগ দেওয়ার কথা ছিল রাজ্যপালের ৷ এরপর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করারও কথা ছিল জগদীপ ধনকড়ের ৷ উল্লেখ্য, হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে মঙ্গলবার মতুয়া ধর্মমেলার শুরুতে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর এদিন মতুয়া ধর্মমেলায় রাজ্যপালের যোগদানের খবর বাড়তি মাত্রা যোগ করেছিল ৷

যদিও ঠাকুরনগরে এদিন কর্মসূচির আগে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন রাজ্যপাল ৷ বিধানসভায় সাত বিজেপি বিধায়কের সাসপেনশন তুলে নেওয়ার কারণে অধ্যক্ষের কাছে দরবার করেন জগদীপ ধনকড় ৷ রাজ্যপালকে পালটা দিয়েছেন অধ্যক্ষও ৷ বিষয়টি নিয়ে রাজ্যপাল ধনকড় যে অতি সক্রিয়তা দেখাচ্ছেন এদিন ঠারেঠোরে তাও বুঝিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকার ৷

আরও পড়ুন : শুভেন্দুদের সাসপেনশন প্রত্যাহার করতে বিধানসভার অধ্যক্ষকে চিঠি রাজ্যপালের, পাল্টা খোঁচা বিমানের

কটাক্ষের সুরে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপি বিধায়কদের এই সাসপেনসনের বিষয়টি সম্পূর্ণভাবে বিধানসভার নিয়ন্ত্রণাধীন । সাসপেন্ড হওয়া বিধায়কদের আবার বিধানসভার অধিবেশনে অংশ নিতে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিধানসভাই । এই বিষয়ে রাজ্যপালের কাছে গিয়েও কোনও লাভ নেই বলে বুঝিয়ে দিয়েছেন স্পিকার ৷

Last Updated : Apr 1, 2022, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details