পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Jagdeep Dhankhar calls Sourav Das : ফের রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের - জাগদীপ ধনকর সৌরভ দাস বৈঠক

আবারও রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করলেন রাজ্যপাল জাগদীপ ধনকড় (Jagdeep Dhankhar calls Sourav Das) ৷ বুধবার টুইটারে একথা জানিয়েছেন রাজ্যপাল নিজেই ৷ নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতেই এই বৈঠক বলে জানিয়েছেন তিনি ৷ বৈঠক হবে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ৷

jagdeep dhankhar calls sourav das for meeting in raj bhavan
http://10.10.50.85//west-bengal/01-December-2021/wb-kol-01-stateelectioncommissionertomeetgovernoragaintomorrow-copy-7206406_01122021181849_0112f_1638362929_286.jpg

By

Published : Dec 1, 2021, 9:03 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর :বৃহস্পতিবার ফের রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জাগদীপ ধনকড় (Jagdeep Dhankhar calls Sourav Das) ৷ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রাজভবনে বৈঠক করবেন তাঁরা ৷ বুধবার দুপুরে একটি টুইট করে একথা জানিয়েছেন রাজ্যপাল নিজেই ৷ কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) নির্বাচন কমিশনের প্রস্তুতি-সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হবে ৷

আরও পড়ুন :Jagdeep Dhankhar on Municipal Election : এক সঙ্গে পৌরভোট করা হোক, কমিশনকে চিঠি রাজ্যপালের

প্রসঙ্গত, কলকাতা পৌরনিগমের পাশাপাশি হাওড়া পৌরনিগমেও নির্বাচন হওয়ার কথা ছিল ৷ কিন্তু, সম্প্রতি হাওড়া পৌরনিগম থেকে বালিকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ৷ বদলে আগের মতোই নতুন করে বালি পৌরসভা গঠনের প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হয় ৷ কিন্তু, রাজ্যপাল বেঁকে বসায় গোটা বিষয়টাই আপাতত বিশ বাঁশ জলে ৷ কারণ, বিধানসভায় এই সংক্রান্ত বিলটি পাশ হয়ে গেলেও রাজ্যপাল এখনও তাতে স্বাক্ষর করেননি ৷ ফলে হাওড়া পৌরনিগমে ভোট করানোর পুরো প্রক্রিয়াটাই ভেস্তে যায় ৷

আরও পড়ুন :Jagdeep Dhankhar : বিধানসভায় বিএসএফের পরিধি বৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব পাসে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত

রাজ্যপাল নিজে জানিয়েছেন, সংবিধানের 243 কে ধারা অনুযায়ী, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করতেই সৌরভ দাসকে ডেকে পাঠিয়েছেন তিনি ৷ কিন্তু, ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, শুধুমাত্র কলকাতা পৌরনিগমের নির্বাচন নয়, সেইসঙ্গে বালি ও হাওড়া নিয়েও রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে কথা হতে পারে রাজ্যপালের ৷ উল্লেখ্য, এর আগেও নির্বাচনী বিষয় নিয়ে তাঁদের দু’জনের মধ্যে বৈঠক হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details