পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সমাবর্তনে বিক্ষোভ : পড়ুয়াদের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করে টুইট রাজ্যপালের - অভিজিত বন্দ্যোপাধ্যায়

নজরুল মঞ্চ ছেড়ে বেড়িয়ে যাওয়ার পর পড়ুয়াদের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করে টুইট করেন রাজ্যপাল ৷ টুইটে লেখেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্য়োপাধ্যায়কে D.Litt দেওয়ার প্রক্রিয়ায় যাতে কোনও সমস্যা না হয়, সেই জন্যই তিনি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান  ৷

CU Convocation
রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ

By

Published : Jan 28, 2020, 5:07 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিক্ষোভের মুখে পড়ার পর অসন্তোষ জানিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এলে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে, এমন কানাঘুষো আজ সকাল থেকেই শোনা যাচ্ছিল ৷ সকালে জানা যায়, মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী কেউই আসছেন না অনুষ্ঠানে ৷ দুপুর 12টা 45 মিনিট নাগাদ নজরুল মঞ্চের চত্বরে রাজ্যপালের গাড়ি ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করে TMCP (তৃণমূল ছাত্র পরিষদ) সমর্থকরা ।

বিক্ষোভের মধ্যেই নজরুল মঞ্চে প্রবেশ করেন রাজ্যপাল ৷ মঞ্চের ভিতরেও বিক্ষোভ দেখানো হয় ৷ দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তাতে লাভ হয়নি । বেশ কিছুক্ষণ আলোচনার পর উপাচার্য জানিয়ে দেন রাজ্যপাল অনুষ্ঠান মঞ্চে আসবেন না ৷ তখন বিক্ষোভকারীরা কিছুটা শান্ত হয় ।

তারপর রাজ্যপালকে বাদ দিয়েই শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান ৷ নজরুল মঞ্চ ছেড়ে বেড়িয়ে যাওয়ার পর পড়ুয়াদের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করে টুইট করেন রাজ্যপাল ৷ টুইটে লেখেন, "সমাবর্তন অনুষ্ঠানে যে অনভিপ্রেত ঘটনা ঘটল তা দীর্ঘদিন সংস্কৃতিবান বাঙালি মনে রাখবে । নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্য়োপাধ্যায়ের সম্মানের কথা মাথায় রেখে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাই ৷" নজরুল মঞ্চ ছাড়ার আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ তাঁর মায়ের সঙ্গে কাটানো কয়েকটি ছবিও টুইটে শেয়ার করেছেন রাজ্যপাল ৷

ABOUT THE AUTHOR

...view details