পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CAA বিতর্ক, পোলিশ ছাত্রের দেশ ছাড়ার নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টে

CAA বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পোলিশ ছাত্রকে দেশ ছাড়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা আজ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷

Kolkata HighCourt
কলকাতা হাইকোর্ট

By

Published : Mar 18, 2020, 12:06 PM IST

কলকাতা, 18 মার্চ: নাগরিক সংশোধনী বিলের বিরোধী মিছিলে অংশগ্রহণকারী পোলিশ ছাত্রকে দেশ ছাড়ার নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ৷

পোল্যান্ডের বাসিন্দা কামিল শেদচিনস্কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের ছাত্র ৷ গত বছর ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী এক মিছিলে অংশ নেন তিনি ৷ এর প্রেক্ষিতে গত 14 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নোটিস দিয়ে 15 দিনের মধ্যে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয় ।

চলতি মাসের শুরুতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কামিল । টানা দু'দিন শুনানির পর গত 5 মার্চ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য কেন্দ্রের এই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেন ও শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন । সেই রায়দান করলেন আজ ।

মামলার শুনানিতে কামিলের আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, ‘‘কামিল এর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সংস্কৃতে স্নাতক ডিগ্রি পাশ করেছে । তারপর সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করছে । 19 ডিসেম্বর CAA বিরোধী মিছিলের ছবি তুলছিল সে । তার মানেই এই নয় যে, সে মিছিলে অংশগ্রহণ করেছিল ।’’

এই বক্তব্যের পাশাপাশি তিনি ভারতীয় সংবিধানের 14 ধারারও উল্লেখ করে বলেন, আইনের চোখে সবাই সমান ।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন,‘‘কামিল একজন বিদেশি । কয়েকদিনের জন্য ভিসা নিয়ে এদেশে পড়াশোনা করতে সে এসেছে । আইনত হাইকোর্টে সে মামলা করতে পারে না ।’’

দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রায়দান স্থগিত রেখেছিলেন । আজ সেই মামলার রায়দান করে তিনি কামিলকে দেশ ছাড়ার নির্দেশ খারিজ করে দেন ৷

ABOUT THE AUTHOR

...view details