কলকাতা, ২০ ডিসেম্বর: 22 ডিসেম্বর থেকে ইঞ্জিনিয়ারিং-এর স্নাতক কোর্সে ফাঁকা আসনগুলি পূরণে বিকেন্দ্রীভূত কাউন্সেলিং শুরু করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । সম্পূর্ণ অনলাইনে হবে এই কাউন্সেলিং প্রক্রিয়া। 22 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের জন্য আবেদন গ্রহণের পোর্টাল খোলা থাকবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, 480-র বেশি আসন ফাঁকা রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনস্থ বিভিন্ন বিভাগে।
এবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনস্থ 16টি বিভাগে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারের স্নাতক কোর্সে মোট 1253টি আসন রয়েছে। যার মধ্যে অধিকাংশতেই পড়ুয়া নির্ধারিত করেছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড (WBJEEB)। তার ভিত্তিতে ছাত্র ভর্তির প্রক্রিয়া শেষ করার পর দেখা যায় 480-রও বেশি আসন ফাঁকা রয়ে গিয়েছে। তখনই বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের মাধ্যমে সেই আসনগুলি পূরণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, 22 ডিসেম্বর থেকে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় শুরু হয়ে যাচ্ছে বিকেন্দ্রীভূত কাউন্সেলিং প্রক্রিয়া। বিকেন্দ্রীভূত কাউন্সেলিং নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, WBJEE-তে 10 হাজার বা তার কম ব়্যাঙ্ক প্রাপ্ত পড়ুয়ারা ও WBJEE-তে যে কোনও ব়্যাঙ্ক পাওয়া তপশিলি জাতি ও উপজাতি, OBC-A, OBC-B এবং PwD পড়ুয়ারা আবেদন করতে পারবেন। প্রার্থীদের WBJEE-র রোল নম্বর, ব়্যাঙ্ক, ই-মেল আইডি ও ফোন নম্বর দিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে। তারপর লগ-ইন করে ফি এবং ফর্ম ফিলআপ করে জমা দিতে হবে অনলাইনেই।
ইতিমধ্যেই যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ের কোনও শাখায় ভরতি হওয়া পড়ুয়া চাইলে অন্য শাখায় ভরতির জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে ফাঁকা থাকা আসনের উপর নির্ভর করে তাঁকে সরাসরি অন্য শাখায় ভর্তি নেওয়া হবে। তবে, একবার অন্য শাখায় ভরতি হয়ে গেলে, চাইলেও আগের শাখায় ফেরত যেতে পারবেন না ওই প্রার্থী। 22 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ চলার পর সকল আবেদনকারী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে 27 ডিসেম্বর। তারপরে প্রভিশনাল ভরতির মেধাতালিকা প্রকাশ করা হবে 2021 সালের প্রথম দিন।
বিকেন্দ্রীভূত কাউন্সেলিং নিয়ে যাদবপুর যে তথ্য দিয়েছে, তাতে কোন কোর্সে কত আসন রয়েছে তার উল্লেখ নেই। আসল ফাঁকা আসনের সংখ্যা আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরুর সময় জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 480-র উপর আসন ফাঁকা রয়েছে বিভিন্ন বিভাগে।