কলকাতা, 19 জুলাই: স্নাতক স্তরে যে এ বার বিজ্ঞান বিভাগে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে, সে কথা আগেই জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Jadavpur University will Conduct an Entrance Exam in Science Department for Graduation Course) ৷ তবে, জিওলজি ডিপার্টমেন্টে প্রবেশিকা পরীক্ষা হবে না বলে স্থির হয়েছে ৷ পাশাপাশি, মূল্যায়নের ক্ষেত্রে থাকছে নেগেটিভ মার্কিংও ৷
যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বার প্রথম বিজ্ঞানের চারটি ডিপার্টমেন্টে প্রবেশিকা পরীক্ষা নেবে ৷ সেই পরীক্ষার নম্বরের ভিত্তিতে হবে ভর্তি প্রক্রিয়া ৷ অ্যাডমিশন কমিটির বৈঠকের পর প্রাথমিকভাবে এই চারটি ডিপার্টমেন্টে পরীক্ষা নেওয়ার কথা স্থির হয়েছে ৷ তবে, বিজ্ঞানের শাখা হলেও জিওলজিক্যাল বিভাগে প্রবেশিকা পরীক্ষা হবে না ৷ দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতেই ভর্তি প্রক্রিয়া চলবে ৷
কলা বিভাগের প্রবেশিকা পরীক্ষা বরাবরই চালু থাকলেও, ইতিহাস ও সংস্কৃত বিভাগে দ্বাদশের পরীক্ষার নম্বরের ভিত্তিতেই ভর্তি করা হবে স্নাতকে ৷ তবে, কলা বিভাগের প্রবেশিকা পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এডমিশন কমিটির এক সদস্য জানিয়েছেন, ‘‘বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও ভূগোলের জন্য প্রবেশিকা পরীক্ষা হবে ৷ তবে, জিওলজির ক্ষেত্রে তা হচ্ছে না ৷ এই বিষয়গুলিতে নেগেটিভ মার্কিং হবে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নে ৷ স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে যাতে পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রবেশিকা পরীক্ষায় মোট 50 নম্বর থাকছে ৷ অর্থাৎ, একটি প্রশ্নের উত্তর ঠিক হলে 1 নম্বর দেওয়া হবে ৷ আর একটি প্রশ্ন ভুল হলে .25 নম্বর কেটে নেওয়া হবে ৷’’
আরও পড়ুন:Opinion on Merit List: মেধাতালিকা অপ্রয়োজনীয়, মত শিক্ষাবিদদের একাংশের
যেহেতু অন্যান্য বোর্ডের ফলাফল এখনও বেরয়নি, তাই পরীক্ষার তারিখের ক্ষেত্রে কিছুটা ধোঁয়াশা রয়েছে ৷ তবে, আপাতত যে দু’টি তারিখ ঠিক করে এগনো হচ্ছে, তা হল 12 অগস্ট এবং 13 অগস্ট ৷ পাশাপাশি, প্রবেশিকার ক্ষেত্রে 50 শতাংশ নম্বর এবং উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত 50 শতাংশ নম্বরের ভিত্তিতে মেধাতালকা তৈরি করা হবে ৷