পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

JU tops in Nature Index Ranking: নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং-এ সেরার শিরোপা পেল যাদবপুর - নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং 2022

নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং 2022-এ সেরার শিরোপা পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU tops in Nature Index Ranking)৷ বেশ কয়েকটি বিষয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে দিয়েছে যাদবপুর (Jadavpur University tops the list)৷

Jadavpur University tops the list according to nature index ranking
নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং-এ সেরার শিরোপা পেল যাদবপুর

By

Published : May 11, 2022, 8:53 AM IST

কলকাতা, 11 মে: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University news) স্বীকৃতির লম্বা তালিকায় ঘটল নব সংযোজন । ‘নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং - 2022'এ (Nature Index Ranking 2022) দেশের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা পেল যাদবপুর ।

'নেচার' বিজ্ঞান পত্রিকার গবেষণার কাজ সম্পর্কিত বিভাগ প্রতি বছর এই ব়্যাঙ্কিংটি দিয়ে থাকে । এই সমীক্ষায় বেশ কয়েকটি বিষয়ে দেশের বাকি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিল যাদবপুর (Jadavpur University tops the list)।

জানা গিয়েছে, এই ব়্যাঙ্কিংটি তৈরি করা হয় 1 ডিসেম্বর 2020 থেকে 30 নভেম্বর 2021-এর মধ্যে বিশ্বের 82টি সেরা বিজ্ঞান জার্নালে প্রকাশিত গবেষণা পেপারের ভিত্তিতে । 60 জন দুঁদে গবেষকের দুটি এক্সপার্ট কমিটি সমস্ত পেপার খুঁটিয়ে দেখে তারপর এই ফলাফল ঘোষণা করেছেন ।

আরও পড়ুন:NIRF 2021: দেশের সেরা তালিকায় চারে কলকাতা বিশ্ববিদ্যালয়, অষ্টম যাদবপুর

ভৌত বিজ্ঞানে দেশের মধ্যে সেরা যাদবপুর (JU tops in Nature Index Ranking)। অন্যদিকে রসায়নে রাজ্যের মধ্যে সেরাও যাদবপুর । ভূ-পরিবেশ বিষয়ের ক্ষেত্রেও প্রথম স্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয় ।

পাশাপাশি 'দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং'-এও উপরের দিকে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম । বিশ্বের দু'হাজার বিশ্ববিদ্যালয়কে নিয়ে এই তালিকাটি তৈরি করা হয়েছে, যার মধ্যে 67টি ভারতীয় বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে । এই তালিকায় রাজ্যের মধ্যে দ্বিতীয় ও দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে 19তম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ।

ABOUT THE AUTHOR

...view details