কলকাতা, 11 মে: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University news) স্বীকৃতির লম্বা তালিকায় ঘটল নব সংযোজন । ‘নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং - 2022'এ (Nature Index Ranking 2022) দেশের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা পেল যাদবপুর ।
'নেচার' বিজ্ঞান পত্রিকার গবেষণার কাজ সম্পর্কিত বিভাগ প্রতি বছর এই ব়্যাঙ্কিংটি দিয়ে থাকে । এই সমীক্ষায় বেশ কয়েকটি বিষয়ে দেশের বাকি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিল যাদবপুর (Jadavpur University tops the list)।
জানা গিয়েছে, এই ব়্যাঙ্কিংটি তৈরি করা হয় 1 ডিসেম্বর 2020 থেকে 30 নভেম্বর 2021-এর মধ্যে বিশ্বের 82টি সেরা বিজ্ঞান জার্নালে প্রকাশিত গবেষণা পেপারের ভিত্তিতে । 60 জন দুঁদে গবেষকের দুটি এক্সপার্ট কমিটি সমস্ত পেপার খুঁটিয়ে দেখে তারপর এই ফলাফল ঘোষণা করেছেন ।