কলকাতা, 27 জুন:ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠায় অধ্যাপকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Jadavpur University Rape Attempt Case)৷ তাঁর বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যতদিন না পর্যন্ত তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততদিন তাঁকে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে ৷ পাশাপাশি ওই এমফিল স্কলারকে নতুন সুপারভাইজার দেওয়া হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷
বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, "দুর্ভাগ্যজনক এই অভিজ্ঞতা হওয়ার কারণে ওই এমফিল স্কলারের সুপারভাইজার বদলে দেওয়া হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে যাতে তিনি তাঁর থিসিস পেপার জমা দিতে পারেন এবং পিএইচডি-র জন্য আবেদন করতে পারেন ৷"
এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠায় রবিবার শোরগোল পড়ে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Professor allegedly attempts to rape student)৷ থিসিস পেপার জমা দিতে দেরি হয়েছিল ওই ছাত্রীর । সেই ব্যাপারে কথা বলতেই নাকি অধ্যাপকের ঘরে গিয়েছিলেন তিনি ৷ অভিযোগ, তখনই তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন অধ্যাপক । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে এই অভিযোগ এনে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী (Rape attempt by professor)।