কলকাতা, 20 অগাস্ট : উদ্যোগ অভিনব । দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠান এমন ভাবনা আগে ভেবেছে বলে মনে হয় না । কোরোনা পরিস্থিতির মধ্যে স্মার্ট ফোন না থাকায় অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছেন দেশের বহু ছাত্র-ছাত্রী । আবার লকডাউনে রোজগার কমে যাওয়ায় ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন তুলে দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অনেক অভিভাবককে । কাউকে বিক্রি করতে হচ্ছে গৃহপালিত পশু । কেউ বিক্রি করছেন জমি । আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে । সেই সূত্রেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য রাখা হয়েছিল মানবিক আবেদন । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস রাজ্যের বিভিন্ন বণিকসভা, প্রাক্তন পড়ুয়া, অধ্যাপকদের কাছে আবেদন রেখেছিলেন পিছিয়ে পড়া ছাত্রদের হাতে স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন তুলে দেওয়ার জন্য আর্থিক সহায়তার । যে কেউ সেই আর্থিক সহায়তা করতে পারেন । তবে সেই আবেদনে এখনও পর্যন্ত তেমন সাড়া মেলেনি বলেই জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা একদিনের বেতন অবশ্য দান করছেন । তবে ওইটুকুই । বাইরের কোনও আর্থিক সাহায্য আসেনি এখনও পর্যন্ত । ফলে প্রয়োজনের তুলনায় অর্থ জোগাড় হয়েছে সামান্যই ।
ঘটনা 1 : রাজস্থানের বারমের । জওহর নবোদয় বিদ্যালয়ের এক পড়ুয়াকে রোজ পাহাড়ে চড়তে হয় । তার বাড়ি পাঁচ পাদরা গ্রামে । বছর বারোর ওই কিশোরের নাম হরিশ । গ্রামে ইন্টারনেট সংযোগ নেই । ইন্টারনেট পেতে তাকে উঠতে হয় পাহাড়ে । রোজ সকাল আটটায় সে পাহাড়ে ওঠে অনলাইন ক্লাস করার জন্য । নেমে আসে দুপুর দুটোয় । সেই ঘটনার কথা সামনে আনেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ । তিনি হরিশের ছবিও শেয়ার করেন টুইটারে । সেই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় ।
ঘটনা 2 : হিমাচল প্রদেশের কাংরা জেলার গুমরগ্রাম । সেখানে কুলদীপ কুমারের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা । গরুর দুধ বিক্রি করে পরিবারের মুখে অন্ন তুলে দেন তিনি । সঙ্গে আছে দু'চোখ ভরা স্বপ্ন । দুই ছেলেকে পড়াশোনা শিখিয়ে অনেক বড়মানুষ করে তোলার বাসনা । লকডাউন পরিস্থিতি তাকে এনে দাঁড় করায় এক চরম বাস্তবতায় । স্মার্টফোনের অভাবে তাঁর দুই ছেলের অনলাইন ক্লাস বন্ধ । এক ছেলে পরে দ্বিতীয় শ্রেণীতে, অন্য ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র । তাদের ক্লাস যে কোনও মূল্যেই করাতে চেয়েছিলেন কুলদীপ । তাই সিদ্ধান্ত নেন, যে গরুর দুধ তাঁকে দু'বেলা দু'মুঠো অন্ন জোগায়, সেটি বিক্রি করে দেবেন । যেমন ভাবা তেমন কাজ । মহাজনের কাছে দুধের গরু 6000 টাকার বিনিময়ে বিক্রি করে দেন তিনি । সেই টাকায় স্মার্টফোন তো এসেছে । কিন্তু আগামীদিনের সংসার চলবে কি করে? প্রশ্নটা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে পাহাড়ি জনপদের বাসিন্ধা কুলদীপকে ।
ঘটনা 3: তামিলনাড়ুর কুড্ডালো জেলার পানরুটি শহর । সেখানে থাকেন বিজয় কুমার । তিনি কাজু চাষ করে সংসার চালান । তার একমাত্র ছেলে এবার দশম শ্রেণীতে পা রেখেছে । অনলাইন চাষের জন্য সেই ছেলে চেয়েছিল স্মার্টফোন । কিনে দিতে পারেননি বিজয় । বলেছিলেন, কাজু বিক্রি করে হাতে টাকা এলে কিনে দেবেন । ঘটনার জেরে হতাশায় আত্মহত্যার পথ বেছে নেয় ওই কিশোর ।
এই ঘটনাগুলি থেকেই শিক্ষা নেয় যাদবপুর । ছাত্র-ছাত্রী এবং শিক্ষক সংগঠনের তরফে উপাচার্যর কাছে যায় আবেদন । সেখানে রীতিমতো তথ্য দিয়ে বলা হয়, দেশজুড়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অনেকেই আর্থিক ভাবে পিছিয়ে পড়েছে । তাদের হাতে স্মার্টফোন নেই । অনেক এলাকাতে ইন্টারনেট সংযোগ নেই । অনেকে আবার ইন্টারনেট রিচার্জ করতে পারছেন না টাকার অভাবে । পিছিয়ে পড়া ছাত্ররা যাতে কোনওভাবেই অনলাইনে ক্লাস থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছিল উপাচার্যের কাছে । কারণ ছাত্র সংসদ চায়নি, কোনওভাবেই তামিলনাড়ু, রাজস্থান কিংবা হিমাচল প্রদেশের মতো ঘটনা ঘটুক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়ার সঙ্গে ।
আরও পড়ুন :যাদবপুরের পড়ুয়াদের স্মার্টফোন দিতে শিক্ষকদের একদিনের বেতন দেওয়ার আবেদন উপাচার্যের