কলকাতা, 24 মে:সোমবার কলকাতা পৌরনিগমকে বউবাজারের দুর্গা পিথুড়ি লেনের (Durga Pituri Lane) বাড়িগুলোর হাল হকিকত নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমীক্ষকরা । তাতেই সমীক্ষকরা জানাচ্ছেন, দুর্গা পিথুড়ি লেনের আরও 9টি বাড়িতে একাধিক ফাটল নজরে এসেছে । সবমিলিয়ে 18টি বাড়ি সম্পূর্ণ বা আংশিক ভাঙা হতে পারে বলেই খবর কলকাতা পৌরনিগম সূত্রে (Jadavpur University experts)।
জানা গিয়েছে, 9টি বাড়িতে ফাটল প্রচুর । ব্যাপক ক্ষতি হয়েছে, যা মেরামতযোগ্য নয় । আরও 9টি বাড়ি রয়েছে, যেগুলো সম্পূর্ণ না হলেও বিভিন্ন অংশ ভেঙে দিতে হবে । তবেই ঝুঁকি এড়ানো সম্ভব । সব মিলিয়ে 18টি বাড়ি চিহ্নিত করেছেন সমীক্ষকরা । যে রিপোর্ট জমা পড়েছে, তা প্রাথমিক পর্যায়ের সমীক্ষার রিপোর্ট । আরও কয়েক ধাপে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে সমীক্ষা চলবে । তাতে সম্পূর্ণ ভেঙে ফেলা বাড়ির সংখ্যা যেমন বাড়তে পারে, তেমনই আংশিক ভাঙতে হতে পারে এমন বাড়ির সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে ।