কলকাতা, 11 জুন : বউবাজারে ভাঙতে হবে আরও 10-14টি বাড়ি ৷ মেট্রোরেলের কাজের জন্য বউবাজারে বিপর্যয়ে পড়া বাড়িগুলির পরিস্থিতি নিয়ে সমীক্ষা চালাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা । শুক্রবার কলকাতা পৌরনিগমে এক বৈঠক করেন তাঁরা ৷ এই বৈঠকে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কেএমআরসিএল কর্তৃপক্ষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা, ডিজি বিল্ডিং, ডিজি সিভিল ও 48 নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি বিশ্বরূপ দে । এই বৈঠকের পরই কলকাতা পৌরনিগম সূত্রে জানানো হয়েছে, বিপর্যস্ত এলাকার 10-14টি বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে ফেলার প্রয়োজন রয়েছে (Bowbazar Metro Disaster) ৷
শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানান, তাঁরা বউবাজরের যে অংশে মেট্রোরেলের কাজ চলছে সেই এলাকার সমস্ত বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করে প্রাথমিক ভাবে 18টি বাড়ি চিহ্নিত করেছিলেন বিপজ্জনক হিসাবে । যার মধ্যে 8-9টি বাড়ি অতিবিপজ্জনক হিসেবে ধরা হয়েছিল । পরবর্তীকালে আরও পরীক্ষার পরে 10-14টি বাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলার জন্য চিহ্নিতকরণ হয়েছে । এর মধ্যে বেশ কয়েকটি বাড়ির একাংশ ইতিমধ্যেই ভাঙা হয়ে গিয়েছে । বাকি বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ করবে কেএমআরসিএল ।