পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

University Rankings: বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় যাদবপুর-সহ দেশের 75টি শিক্ষা প্রতিষ্ঠান - আইআইটি দিল্লি

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশের 75টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিল । সেই তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)-সহ বাংলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৷ এই তালিকা প্রকাশ করেছে হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং’স 2023 (Higher Education World University Rankings 2023) ৷

jadavpur-university-along-with-75-other-indian-varsities-figure-in-higher-education-world-university-rankings-2023
University Rankings: বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় যাদবপুর-সহ দেশের 75টি শিক্ষা প্রতিষ্ঠান

By

Published : Oct 15, 2022, 5:56 PM IST

কলকাতা, 15 অক্টোবর : বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে জায়গা করে নিল দেশের 75টি বিশ্ববিদ্যালয় । সম্প্রতি প্রকাশিত হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং’স 2023 (Higher Education World University Rankings 2023) এর তালিকা ৷ দেশের 75টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে সেই তালিকায় । তবে একেবারে মুখ পোড়ায়নি রাজ্য। বেশ কিছুটা নিচের দিকে হলেও স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও ।

বিভিন্ন সমীক্ষার মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি করা হয় । এই বছর সপ্তম তালিকা প্রকাশিত হল । এই বছর 104টি দেশের 1,799টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এই তালিকায় । এই তালিকার একেবারে শীর্ষে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University), হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় । গত সাত বছর একইভাবে তালিকায় নিজের স্থান ধরে রেখেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ।

তবে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে মান উন্নত হয়েছে, তা এই তালিকা দেখেই বোঝা যাচ্ছে । কারণ, 2017 সালে ভারতের মাত্র 31টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জায়গা পেয়েছিল এই তালিকায় । 2020 সালের 56টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পায় তালিকায় । এই বছর সেই সংখ্যাটি এক লাফে 75-এ পৌঁছে গিয়েছে । তবে একমাত্র বেঙ্গালুরুর আইআইএস ছাড়া আর কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান 250 থেকে 300-এর মধ্যে আসতে পারেনি ।

চূড়ান্ত তালিকায় 1001-1200-র মধ্যে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ পুনে এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা । এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নাম রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) । এছাড়াও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU), জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ও স্থান পেয়েছে ।

প্রসঙ্গত, এই তালিকা তৈরির পদ্ধতিগত কিছু দিক নিয়ে আপত্তি তোলায় আইআইটি দিল্লি (IIT Delhi), রুরকি, মাদ্রাজ, খড়গপুর, বোম্বে, কানপুর ও গুয়াহাটি 2020 সাল থেকেই এই তালিকায় অংশগ্রহণ করছে না ।

আরও পড়ুন :নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং-এ সেরার শিরোপা পেল যাদবপুর

ABOUT THE AUTHOR

...view details