কলকাতা, 8 জুন:মতাদর্শগত লড়াই নিশ্চিত ভাবে থাকবে, তবে স্থানীয় দাবি ও মানুষের পাশে থাকতে হবে । গতকাল রাতে রাজারহাটের বেসরকারি হোটেলে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda meets BJP leaders)। রাতের বৈঠকে রাজ্য বিজেপির তরফ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানে তিনি দলকে আরও মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার কথা বলেন । আর সে কারণেই মানুষের ইস্যুকে সামনে রেখেই দলকে আরও বেশি করে আন্দোলনমুখী হওয়ার বার্তা দেন তিনি (BJP organisational meeting)।
প্রসঙ্গত, বিগত বিধানসভা নির্বাচনে রাজ্যে ভরাডুবি হয়েছে বিজেপির (J P Nadda in Kolkata)। তারপর থেকেই দলের অন্দরে একাংশের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে । ইতিমধ্যেই দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা বিধানসভা নির্বাচনের পর থেকেই দল ছেড়েছে । এই অবস্থায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দলকে সঙ্ঘবদ্ধ করতে উদ্যোগী । তবে তারা ভালো ভাবেই জানেন গোটা দেশে বিজেপির যে সমস্ত ইস্যু গ্রহণযোগ্য, বাংলায় তা গ্রহণযোগ্য নয় । তাই বাংলায় অন্তত সংগঠন বিস্তারের আলাদা স্ট্যাটেজি নিতে চাইছে গেরুয়া শিবির । সে ক্ষেত্রে দলকে তৃণমূল স্তরে নিয়ে যাওয়া এবং সাধারণ মানুষের সুবিধা অসুবিধা ও দাবিকে সামনে রেখে মমতার সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার প্রয়োজনীয়তা যে রয়েছে, সে কথা ভালো ভাবেই বোঝেন বিজেপির সর্বভারতীয় সভাপতি । আর তাই রাজ্যে পা রেখেই দলীয় শীর্ষ নেতৃত্বকে আরও জনগণমুখী হওয়ার বার্তা দিলেন তিনি (J P Nadda suggests workers to involve people)।