কলকাতা, 6 জুন:দলের সিনিয়র নেতাদের দলত্যাগ আর একাংশের দাবি নিয়ে যখন বিজেপির অন্দরে অবিশ্বাস দানা বেঁধেছে, ঠিক সেই সময় রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (Nadda coming to Bengal)। আগামী বুধবার তিনি দলের রাজ্য কমিটির বৈঠকে অংশগ্রহণ করবেন । জাতীয় গ্রন্থাগারে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা । থাকার কথা রয়েছে সংগঠনের শীর্ষ পদাধিকারী বিএল সন্তোষের ।
চলতি পরিস্থিতিতে কীভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে তার দিশা দেখাতে পারেন এই কেন্দ্রীয় নেতারা । সম্প্রতি গেরুয়া শিবিরের একাধিক নেতার মুখে সংগঠন সম্পর্কে ক্ষোভ শোনা গিয়েছে । এমনকী দলের শীর্ষ নেতৃত্বের মধ্যেও দ্বন্দ্বের ছবি প্রকাশ্যে এসেছে । এই অবস্থায় দলের সাংগঠনিক দুর্বলতা কাটাতে কী করণীয় তা বাতলে দিতে আসছেন নাড্ডা (J P Nadda is coming to Bengal)।
আনুষ্ঠানিক ভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির এই সফর রাজ্য নেতৃত্বের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ (BJP state committee meeting)। কারণ নতুন রাজ্য কমিটি গঠনের পর কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এখনও পর্যন্ত কোনও রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়নি । রাজ্য নেতৃত্ব চাইছিল অমিত শাহ অথবা জেপি নাড্ডার মধ্যে যে কোনও একজন রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত থেকে দলের নেতাদের দিশা দেখান ।