পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"এতদিনেও কারও শাস্তি হল না", হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন ম্যাথু - নারদ স্টিং অপারেশন

CBI এক বছরের বেশি হয়ে গেল চার্জশিট তৈরি করে বসে আছে ৷ বিধায়ক, সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক, এই অনুমতি দিচ্ছে না সরকার। নারদ মামলায় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আজ কলকাতা হাইকোর্টে দেখা করতে এসে বললেন ম্যাথু ৷

Mathew Samuel
Mathew Samuel

By

Published : Feb 17, 2020, 9:36 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : নারদ স্টিং অপারেশনের ফুটেজ বাইরে আনা হয়েছিল বছর চারেক আগে ৷ কিন্তু এখনও কোন জননেতার শাস্তি হল না ৷ হাইকোর্টে এই নিয়ে আর্জি জানাবেন ম্যাথু স্যামুয়েল ৷ তিনি বলেন, "2016 সালে আমি নারদ স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজ বাইরে এনেছিলাম । চার বছর হয়ে গেল । কিন্তু এখনও কারও কিছু হল না । আমি সেই জন্য ঠিক করেছি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করব । হাইকোর্ট আমাকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে বলেছিল । সেটা আমি ইতিমধ্যেই করেছি । এখন হাইকোর্টের কাছে জানতে চাই কী হল আমার মামলাটার ।" কলকাতা হাইকোর্টে এসে বললেন ম্যাথু স্যামুয়েল ।

তিনি আরও জানান, "আমার কাছে খবর আছে CBI তিনবার চিঠি দিয়েছিল লোকসভার স্পিকার ও রাজ্য বিধানসভার স্পিকারকে ৷ যে সমস্ত বিধায়ক ও সাংসদকে টাকা নিতে দেখা গেছিল তাঁদের বিরুদ্ধে এখনও কোনও আইনি পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না? যে সমস্ত বিধায়ক ও সাংসদকে টাকা নিতে দেখা গেছিল তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অনুমতি চেয়েছিল CBI। যে অনুমতি তিনমাসের মধ্যে দিয়ে দেওয়ার কথা । এক বছর হয়ে গেলেও এখনও সরকার সেই অনুমতি কেন দিচ্ছে না? CBI এক বছরের বেশি হয়ে গেল চার্জশিট তৈরি করে বসে আছে ৷ বিধায়ক সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক, এই অনুমতি দিচ্ছে না সরকার ।"

এতদিন হয়ে গেল অথচ কারও কোন শাস্তি হল না, আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন ম্যাথু

গতবছরের পাঁচ ডিসেম্বর এই মামলার শেষ শুনানিতে নারদ স্টিং ভিডিয়ো ফুটেজের রিপোর্ট দেড় বছরে এসে পৌঁছালো না বলে বিস্ময় প্রকাশ করে কলকাতা হাইকোর্ট । প্রসঙ্গত হাইকোর্টের নির্দেশে নারদ স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজের সত্যতা যাচাই করার জন্য অ্যামেরিকার অ্যাপেল কম্পানিতে পাঠানো হয়েছে । এবং ভয়েস টেস্টের জন্য স্যাম্পল পাঠানো হয়েছে গুজরাতের গান্ধিনগরে ৷ কিন্তু এখনও সেই সমস্ত রিপোর্ট এসে পৌঁছায়নি । এর আগেও এই মামলার বেশ কয়েকটি শুনানিতে একই কথা জানিয়েছিল CBI। পাশাপাশি CBI এর তরফে আইনজীবী ওমাজিৎ দে জানিয়েছিলেন, "লোকসভার চারজন MP যাঁদের টাকা নিতে দেখা গেছিল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা ইতিমধ্যেই লোকসভা স্পিকারের কাছে অনুমতি চেয়েছি ৷ সেই অনুমতি এসে পৌঁছায়নি ।" এই বক্তব্য শোনার পর বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন, "আপনারা কী কী করেছেন এখন আর তা শুনতে চাইছি না ৷ এর ফলাফল কী এখন সেই দিকেই আমাদের লক্ষ্য ।" চলতি মাসের শেষ সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা । ম্যাথু স্যামুয়েলের তরফে হাইকোর্টে সওয়াল করবেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । এমনই আজ জানালেন ম্যাথু ।

ABOUT THE AUTHOR

...view details