পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিক্ষকদের যদি প্রাপ্য বেতনের জন্য কাঁদতে হয় সেটা ঠিক নয় : রাজ্যপাল - It is not right for teachers to weep for the pay they deserve says Governor

শিক্ষক দিবস উপলক্ষ্যে আজ সেন্ট জেভিয়ার্স কলেজে যান রাজ্যপাল ৷ সেখানে তিনি বলেন, "আমাদের হৃদয় ব্যথিত হবে, যদি আমাদের শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করা হয়, আমাদের শিক্ষকদের একসঙ্গে সঠিক বেতনের জন্য কাঁদতে হয় এটা হওয়া উচিত নয় ।"

রাজ্যপাল সেন্ট জেভিয়ার্স কলেজে

By

Published : Sep 5, 2019, 10:58 PM IST

Updated : Sep 5, 2019, 11:20 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : অর্জুন সিংয়ের পর এবার শিক্ষকদের বেতন ইশু ৷ ফের পরোক্ষে রাজ্যকে কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ ফলে, ফের অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার ৷

শিক্ষক দিবস উপলক্ষ্যে আজ সেন্ট জেভিয়ার্স কলেজে যান রাজ্যপাল ৷ সেখানে তিনি বলেন, "আমাদের হৃদয় ব্যথিত হবে, যদি আমাদের শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করা হয়, আমাদের শিক্ষকদের একসঙ্গে সঠিক বেতনের জন্য কাঁদতে হয় এটা হওয়া উচিত নয় ।" সর্বভারতীয় বেতনক্রমের দাবিতে রাজ্যে একাধিক আন্দোলনে নেমেছে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি ৷ হয়েছে অনশনও ৷ তা নিয়েও পরোক্ষভাবে রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল ৷ বলেন, "আইকনিক প্রতিষ্ঠান কী? গবেষণা কী? সবকিছুর শেষে এটা এসে দাঁড়ায় একটি বিভাগে, সেটা হল শিক্ষক । সবথেকে গুরুত্বপূর্ণ অংশ যদি সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত না হয়, তাহলে আমরা হয়তো সঠিক ভাবনাচিন্তা করছি না ৷ আমি সমাজের সকলের কাছে, সংশ্লিষ্ট এজেন্সির কাছে আবেদন করছি, খুব দেরি হয়ে যাওয়ার আগে শিক্ষকদের প্রাপ্য দেওয়া হোক । যদি আমরা এখন না দিই তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে ।"

এই মন্তব্যের পরই ওয়াকিবহল মহলের বক্তব্য, পূর্বসূরি কেশরীনাথ ত্রিপাঠীর মতো রাজ্য সরকারের সমালোচনার লাইন বজায় রেখেছেন নতুন রাজ্যপাল ৷ ব্যারাকপুরের ঘটনার অর্জুন সিংকে হাসপাতালে গিয়ে বলেছিলেন, "পশ্চিমবঙ্গে শান্তির পরিবেশ প্রয়োজন । হিংসার প্রয়োজন নেই ।" পালটা প্রতিক্রিয়া দেন পার্থ চট্টোপাধ্যায় ৷ আজকের এই মন্তব্যের পর রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাতের ছবিটা কার্যত স্পষ্ট হয়ে গেল ৷

Last Updated : Sep 5, 2019, 11:20 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details