পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 28, 2021, 2:55 PM IST

Updated : Feb 28, 2021, 7:09 PM IST

ETV Bharat / city

ব্রিগেড থেকে বাম শরিকদের সর্বশক্তি দিয়ে সমর্থনের ঘোষণা আব্বাসের

বাংলার যেখানে যেখানে বাম শরিকরা প্রার্থী হবেন, সেখানেই তাদের জেতাতে সর্বশক্তি প্রয়োগ করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৷ রবিবার ব্রিগেড সভামঞ্চ থেকে এই স্পষ্টভাষায় তা জানিয়ে দিলেন দলের নেতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ৷

west bengal assembly election 2021_isf will support left front in every part of west bengal, said abbas siddiqui
বাম শরিকদের সর্বশক্তি দিয়ে সমর্থন, সাফ জানালেন আব্বাস সিদ্দিকি

কলকাতা, 28 ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে বামেদের পাশে থাকার বার্তা দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ৷ ব্রিগেডের সভামঞ্চ থেকে সাফ জানিয়ে দিলেন, তৃণমূল-বিজেপিকে হারাতে বদ্ধপরিকর তাঁর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) ৷

তবে লক্ষ্যণীয় বিষয় হল, এদিন সভামঞ্চে বামশরিকদের সঙ্গেই উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতারা ৷ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ ছিলেন দলের জাতীয়স্তরের কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা ৷ কিন্তু বাম নেতাদের প্রতি যে কৃতজ্ঞতার সুর ছিল আব্বাসের গলায়, কংগ্রেস নেতাদের ক্ষেত্রে তা প্রযোজ্য ছিল না ৷ বরং তাঁর হুঁশিয়ারি, নিজেদের অধিকার আদায় করতেই বামেদের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি ৷ কিন্তু কোনও অবস্থাতেই কারও কাছে মাথানত করতে রাজি নয় তাঁর দল ৷

আরও পড়ুন:ব্রিগেড থেকে পশ্চিমবঙ্গের ভোল বদলানোর ডাক সূর্যকান্তের

নিজের স্বল্প দৈর্ঘ্য়ের ভাষণ শেষে সিদ্দিকী বলেন, ‘‘আমরা ভারতীয় ৷ আমরা গর্বিত ৷ ভিক্ষা নয় ৷ অধিকার চাই ৷’’ সেই সময় তাঁর সুরে সুর মেলান হাজার হাজার অনুগামী ৷ সিদ্দিকী বলেন, বাংলার মাটিতে তৃণমূল ও বিজেপিকে হারানোই তাঁর প্রধান লক্ষ্য ৷

প্রসঙ্গত, রবিবারের ব্রিগেডে সকাল থেকেই নজর কাড়ে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৷ ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে দলের পতাকা হাতে নিয়ে পৌঁছে যান আইএসএফ সদস্য ও সমর্থকরা ৷ বাম-কংগ্রেসের পতাকার পাশেই উড়তে দেখা যায় তাঁদের নিশান ৷

বাম শরিকদের পাশে আব্বাস

এদিন সিদ্দিকী, বামেদের সঙ্গে 30টি আসনের সমঝোতার কথাও জানান । তাঁর স্পষ্ট বক্তব্য, বামে শরিকরা যে যে আসনে প্রার্থী দেবেন সেখানেই সমর্থন করবেন তাঁরা । বাংলা থেকে তৃণমূল সরকারকে পুরোপুরি উৎখাতের ডাক দেন তিনি । বিজেপি সরকার দেশের সর্বনাশ করছে বলেও এদিনের মঞ্চ থেকে অভিযোগ করেন আব্বাস । তাঁর আশা, এই জোটই আগামী দিনে বাংলায় নতুন পথ দেখাতে পারবে । শুধু বাংলা নয়, এই জোট দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেতে পারে বলেও দাবি করেন আব্বাস ।

Last Updated : Feb 28, 2021, 7:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details