পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Presidential Election 2022: রাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ করবে না আইএসএফ, কারণ জানালেন নওশাদ সিদ্দিকী

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (ISF MLA Nawsad Siddique) ইটিভি ভারতকে বলেন, "দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানে অংশগ্রহণ করছি না । কারণ, প্রথমত এনডিএ সমর্থিত বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে আমরা কোনওভাবেই ভোট দেব না । আর বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করার বিরোধী আমরা ।"

president election 2022
রাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ করবে না আইএসএফ

By

Published : Jul 17, 2022, 10:59 PM IST

কলকাতা, ১৭ জুলাই: দলের নীতিগত সিদ্ধান্ত, আর সে কারণেই সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) ৷ দলীয় সিদ্ধান্ত মেনে তাই ভোট দেবেন না একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (ISF not to take part in Presidential Election) ৷

রবিবার এই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী ইটিভি ভারতকে বলেন, "দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানে অংশগ্রহণ করছি না । কারণ, প্রথমত এনডিএ সমর্থিত বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে আমরা কোনওভাবেই ভোট দেব না । আর বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করার বিরোধী আমরা । কারণ, যশবন্ত সিনহার পূর্ববর্তী রাজনৈতিক কার্যকলাপ সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল । পুরনো রাজনৈতিক দল ছাড়লেও পূর্বের ইতিহাস সম্পর্কে কোনও লিখিত বক্তব্য, জবাব বা অবস্থান স্পষ্ট করেননি তিনি । তাই, তাঁকে ভোট দেওয়ার কোনও ইচ্ছা বা পরিকল্পনা কোনওটাই আমাদের নেই । তাই আমি আইএসএফের তরফে ভোটদান থেকে বিরত থাকব ।"

আরও পড়ুন:রাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে হোটেলে 'বন্দি' বিজেপি'র 69 বিধায়ক

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক দল আইএসএফ ৷ বিধানসভায় তাদের প্রতিনিধি সংখ্যা মাত্র 1 জন ৷ তাদের একটিমাত্র ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলে রদবদল হয়ে যাবে এমন নয় ৷ কিন্তু নীতিগত কারণেই এই ভোটদান থেকে বিরত থাকছে আইএসএফ ৷

ABOUT THE AUTHOR

...view details