কলকাতা, 24 অগস্ট :করোনার (Covid-19) দ্বিতীয় ঢেউয়ের কালো মেঘ কাটতে না কাটতেই ঘনিয়ে এসেছে থার্ড ওয়েভ (Covid 3rd Wave) । স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জমা পড়া রিপোর্ট বলছে, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতেই ভারতে আছড়ে পড়বে তৃতীয় ঢেউ । রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ।
এর মধ্যেই দেশের একাধিক রাজ্যে করোনায় আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা বেড়ে চলেছে । বর্তমানে গোটা দেশে করোনার তৃতীয় ঢেউ রুখতে একাধিক পদক্ষেপ করেছে একাধিক রাজ্য । বাংলাও পিছিয়ে নিই । নির্দেশ মতো এরাজ্যেও করোনার তৃতীয় ওয়েভ রুখতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সরকার । কয়েকদিন আগেই নবান্ন থেকে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলিকে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছিল । পাশাপাশি শিশুদের ভর্তি রাখার জন্য সুব্যবস্থার বন্দোবস্ত করতে বলা হয়েছিল ।
আরও পড়ুন :Corona in India : গতকালের তুলনায় সামান্য বাড়ল সংক্রমণ, কমল দৈনিক মৃত্যু
রাজ্য স্বাস্থ্য দফতর বলছে, ইতিমধ্যেই রাজ্যের সরকারি হাসপাতালগুলি শিশুদের সংক্রমণের বিষয় মাথায় রেখে অগ্রিম প্রস্তুতি সেরে ফেলেছে । পাশাপাশি, এই বিষয়টি নিয়ে আলোচনায় আজ সন্ধে 7 টায় নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । এই ভার্চুয়াল বৈঠকে সমস্ত জেলার জেলাশাসককে উপস্থিত থাকতে বলা হয়েছে । উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্যসচিবও ।
রাজ্য স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য অধিকর্তা ড. অজয় চক্রবর্তী জানিয়েছেন, আগে থেকেই হাসপাতালে শিশুদের জন্য শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে । পাশাপাশি ডাক্তার থেকে নার্স, পর্যাপ্ত ওষুধ থেকে অক্সিজেন সিলিন্ডার সর্বস্তরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।