কলকাতা, 30 জুলাই: ভাঁড়ের ধোঁয়া ওঠা গরম চা, হাতে টানা রিক্সা, ট্রাম আর ঘোড়ায় টানা গাড়ি(Horse Cart)। পর্যটকদের(Tourist)কাছে শহর কলকাতা মানে এসবই । কিন্তু ধীরে ধীরে সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে । ইতিমধ্যে পরিবহন দফতর(Transport Department) জানিয়েছে, দু'একটি রুট বাদ দিয়ে শহর কলকাতার বাকি জায়গায় ট্রাম বন্ধ করে দেওয়া হবে । হাতে টানা রিক্সাও বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে । এবার সেই তালিকায় নতুন সংযোজন হল ঘোড়ায় টানা গাড়ি ।
মূলত, ঘোড়ার শরীরে ক্ষত, অপুষ্টিতে মৃত্যু, দুর্ঘটনা এবং ট্র্যাফিক জ্যাম প্রভৃতি কারণেই শহরের এনেক পুরনো এই ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এবার ঘোড়ার পরিবর্তে ব্যাটারি চালিত ইঞ্জিন লাগিয়ে গাড়িগুলোকে চালানোর কথা ভাবা হচ্ছে । তাতে ঐতিহ্য যেমন বজায় থাকবে ঠিক তেমনই ব্যাটারি চালিত গাড়ি পরিবেশ বান্ধব হবে ।
ভিক্টোরিয়া বা ময়দান এলাকায় ঘোড়ায় টানা গাড়ি চলাচল করতে দেখা যায় । সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষত যারা পর্যটক তাদের কাছে ঘোড়ায় টানা গাড়ির আকর্ষণ খুব বেশি । কিন্তু 'পেটা'(People for the Ethical Treatment of Animal) নামক এক পশু সুরক্ষা সংগঠন সার্ভে করে ঘোড়ায় টানা গাড়ি বন্ধের আর্জি জানায় । এই সংস্থা ইতিমধ্যে মহানগরে ব্যাটারি চালিত গাড়ি পরীক্ষামূলকভাবে চালু করেছে ।