কলকাতা, 31 ডিসেম্বর : কানাডা ফেরত যুবতির শরীরে কি কোভিড 19-এর ভাইরাস সার্স-কোভ 2-এর নতুন স্ট্রেন ? খোঁজ শুরু করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর । এই যুবতি তো বটেই, পরিবারের অন্য সদস্যরাও কোভিড 19-এ আক্রান্ত হয়েছেন । যুবতির শারীরিক অবস্থা সংকটজনক । শেষ খবর পাওয়া পর্যন্ত, মুকুন্দপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে । পরিবারের অন্য সদস্যদের চিকিৎসা চলছে বাড়িতেই ।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে ব্রিটেন থেকে ফেরা 565 জনের খোঁজ নেই, চিন্তায় প্রশাসন
স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, নভেম্বরের শেষের দিকে দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই পরিবার কানাডা থেকে ফেরে । পরিবারের সদস্যদের সম্প্রতি কোরোনা সংক্রমণ ধরা পড়ে । তাঁদের মধ্যে 36 বছর বয়সি ওই যুবতির শারীরিক অবস্থা সংকটজনক । মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালের চিকিৎসা চলছে তাঁর । হোম আইসোলেশনে রয়েছেন পরিবারের অন্যরা । এদিকে, কানাডা ফেরত এই যুবতির শরীরে কোভিড 19-এর ভাইরাস সার্স-কোভ 2-এর নতুন স্ট্রেন-এ সংক্রমণ ঘটেছে কি না, তার খোঁজ শুরু করেছে স্বাস্থ্য দপ্তর । কারণ, কলকাতায় ব্রিটেন ফেরত এক যুবকের শরীরে ইতিমধ্যে নতুন স্ট্রেন-এর খোঁজ পাওয়া গিয়েছে । অন্যদিকে, ব্রিটেন ফেরত দেশের মোট 20 জনের শরীরে মিলেছে নতুন স্ট্রেন । যার জেরে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক । রাজ্যের স্বাস্থ্য দপ্তরও কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ।