কলকাতা, 31 অগস্ট:আলটপকা মন্তব্যের জেরে এবার মন্ত্রী পদ যেতে পারে শ্রীকান্ত মাহাতোর (Srikanta Mahata) । এই নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে ।
রবিবার সকালেই মন্ত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল । সেই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছিল,দেবাদিদেব মহাদেব, জুন মালিয়া, নুসরত-মুসরত, মিমি-ঝিমি, সন্ধ্যা রায়, সায়নী-সায়ন্তিকা, নেপাল সিং-সন্দীপ সিং-উত্তরা সিং যাঁরা লুটেপুটে খাচ্ছে, তাঁরা যদি সম্পদ হয়, তা হলে তো আর পার্টি করা যাবে না । আর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাঁকে শো-কজ করা হয় (TMC Show cause Minister Srikanta Mahata) ।
পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি নিজেও জানিয়ে দেন, ব্যক্তিগতভাবে ক্ষমাও চেয়েছেন তিনি । তারপর মনে করা হচ্ছিল গোটা বিষয়টি সেখানেই থিতিয়ে গিয়েছে । কিন্তু বুধবার সকালে হঠাৎই নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রীর নিরাপত্তা প্রত্যাহার করে নিচ্ছে রাজ্য । আর এর থেকেই জল্পনা জোরালো হয়, তাহলে কি এবার মন্ত্রী পদ খোয়াতে পারেন তিনিও ?
প্রসঙ্গত, এ দিনই নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে । এই বৈঠকে শ্রীকান্তর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর । নবান্নের একটা সূত্র থেকেই এ দিন জানা গিয়েছে, শ্রীকান্তর নিরাপত্তায় যে পুলিশি ব্যবস্থা ছিল, তা তুলে নেওয়া হচ্ছে । এক জন দেহরক্ষী বাদে বাকি সবাইকে পুলিশ লাইনে চলে যেতে বলা হয়েছে । এমনকি তাঁর এসকর্ট গাড়িও তুলে নেওয়া হয়েছে । এর থেকেই স্পষ্ট মন্ত্রী হিসাবে আজই হয়তো তাঁর শেষ দিন হতে চলেছে ।