পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC-PK Relation : ফের একমঞ্চে মমতা-প্রশান্ত কিশোর, সংঘাত শেষে সন্ধির ইঙ্গিত - Abhishek Banerjee

মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক হয় (TMC Working Committee Meeting) ৷ সেই বৈঠকে মঞ্চেই হাজির ছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (Poll Strategist Prashant Kishor) ৷ তৃণমূলের সঙ্গে আইপ্যাকের সম্পর্ক ছেদ নিয়ে যে জল্পনা চলছিল, এদিন তার ইতি হল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

is-relation-between-tmc-and-prashant-kishor-restored-again
TMC-PK Relation : ফের একমঞ্চে মমতা-প্রশান্ত কিশোর, তবে কি সংঘাতের দিন শেষ ?

By

Published : Mar 8, 2022, 5:16 PM IST

কলকাতা, 8 মার্চ : দূরত্ব বাড়ছিল । আলোচনা চলছিল তবে কি মধুচন্দ্রিমা শেষ (Is Relation between TMC and Prashant Kishor Restored Again) ! কিন্তু সব জল্পনায় জল ঢেলে আবার একই মঞ্চে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোর (Poll Strategist Prashant Kishor) ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ।

সাম্প্রতিক সময়ে মমতা ও প্রশান্ত কিশোরের দূরত্ব নিয়ে সংবাদমাধ্যমে অনেক লেখালেখি হয়েছে । তবে এই নিয়ে মুখ খোলেননি কোনও পক্ষই । এদিন তৃণমূলের মঞ্চে হাজির থেকে প্রশান্ত কিশোর জানান দিলেন, তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও শেষ হয়নি ।

এদিন তাঁকে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর পাশে বসতে । সবচেয়ে বড় কথা, এদিন তৃণমূল সুপ্রিমো নজরুল মঞ্চ থেকে জনসংযোগের যে বার্তা দিয়েছেন, তা সংঘটিত হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর জুটির পরামর্শ ক্রমে ।

ভুলে গেলে চলবে না 2019-এর লোকসভা নির্বাচনের পর একের পর এক সফল জনসংযোগ কর্মসূচি নিয়েছিল প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক । যখন লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মনোবল এবং ফোকাস কিছুটা নড়ে গিয়েছিল, তখন এই প্রশান্ত কিশোরের আইপ্যাক চালু করেছিল 'দিদিকে বলো' ।

তথ্য বলছে, এখনও দিদিকে বলো-র সেই ফোন নম্বরে নিয়মিত চার থেকে পাঁচ হাজার ফোন আসে । এর থেকেই বোঝা যায়, এর গুরুত্ব কতটা ছিল । গণসংযোগ কর্মসূচিতে বাংলার জনপ্রতিনিধিদের মানুষের দরজায় পাঠিয়েছিলেন প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থা । তার ফলও পেয়েছে তৃণমূল । সবচেয়ে বড় কথা তৃণমূলের সাহায্যকারী এই নির্বাচনী সংস্থা 'দিদি' থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 'বাংলার মেয়ে' হিসাবে তুলে ধরেছিল ।

আর তাই দলের অন্দরে সংস্থা সম্পর্কে যতই অসন্তোষ থাকুক না কেন, তৃণমূল সুপ্রিমো প্রকাশ্যে প্রশান্ত কিশোর বা তাঁর সংস্থাকে নিয়ে কোনও কথা বলেননি । বরং এদিনের মঞ্চে প্রশান্ত কিশোরকে উপস্থিত করিয়ে মমতা বার্তা দিয়েছেন, সাংগঠনিক কাজকর্মে এখনও একটা বড় ভূমিকা রয়েছে প্রশান্তরও ।

প্রসঙ্গত, রাজ্যে পৌরসভা ভোটের প্রেক্ষাপটে যে দূরত্ব তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের, এ দিন কার্যত তার সমাপ্তি দেখছে রাজনৈতিক মহল । এখানে উল্লেখ্য করা প্রয়োজন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তৃণমূল কংগ্রেস ও আই-প্যাকের মধ্যে প্রাথমিক যোগাযোগ রাখার দায়িত্বে ছিলেন । গতবছর বাংলার বিধানসভা নির্বাচনে দুর্দান্ত ফল করেছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । কিন্তু তারপর থেকেই একাধিক বিতর্ক সামনে আসে ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির পক্ষে সওয়াল করেন । যা নিয়ে অস্বস্তি তৈরি হয় দলের নেতাদের একাংশের মধ্যে । ধীরে ধীরে সামনে আসে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব । যা আরও বাড়িয়ে দেয় পৌরসভা নির্বাচন । যাই হোক ইতিমধ্যেই গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে । আবার নতুন করে প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক জোড়া লাগছে বলা যেতেই পারে ।

আরও পড়ুন :Goa Assembly Election 2022 : গোয়া ত্রিশঙ্কু হলে নির্ণায়ক ভূমিকা নিতে চায় তৃণমূল

ABOUT THE AUTHOR

...view details