পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Rajib Banerjee: সৌজন্যের মোড়কেই কি তৃণমূলে ফিরতে চাইছেন রাজীব

গত জানুয়ারিতে তৃণমূল ছেড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ যোগ দিয়েছিলেন বিজেপিতে ৷ কিন্তু তিনি ভোটে হেরে যান ৷ তার পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর ৷ এবার তাঁকে তৃণমূলে ফেরার চেষ্টা করতে দেখা যাচ্ছে ৷

is-rajib-banerjee-wants-to-rejoin-mamata-banerjee-trinamool-congress
Rajib Banerjee: সৌজন্যের মোড়কেই কি তৃণমূলে ফিরতে চাইছেন রাজীব

By

Published : Jun 14, 2021, 3:50 PM IST

কলকাতা, 14 জুন : তৃণমূল কংগ্রেসে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলেন না ৷ তাই চার্টাড বিমানে চেপে নয়াদিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ যে কেন্দ্র থেকে তিনি বিধায়ক ছিলেন, সেই ডোমজুড়ের পদ্ম-প্রতীকে লড়ে হারতে হয় রাজীবকে ৷

তার পর থেকেই কিছু দিন অন্তরালে ছিলেন হাওড়ার এই নেতা ৷ শুধু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট, যেখানে দলের সমালোচনা করেছিলেন ৷ সেই পোস্ট নিয়ে বিতর্ক শেষ হওয়ার আগেই আবারও প্রকাশ্যে এলেন রাজীব ৷ রাজনৈতিক মহলের খবর, তিনি পুরনো দলে ফিরতে আগ্রহী ৷

আরও পড়ুন :Mukul Roy in TMC : তৃণমূলে ছেড়ে যাওয়া পদেই প্রত্যাবর্তন হতে পারে মুকুলের

মুকুল রায় ইতিমধ্যেই ফিরেছেন তৃণমূল কংগ্রেসে ৷ এর পর কে ? আপাতত সেই প্রশ্ন ঘুরছে রাজ্যের রাজনৈতিক মহলে ৷ গত শুক্রবার মুকুল রায়ের যোগদানের পরই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন যে দলত্যাগীদের আবার স্বাগত জানানো হবে তৃণমূলে ৷ কিন্তু সেই তালিকায় সবাইকে নয় ৷ ফলে প্রশ্ন উঠছে, কাদের ফিরিয়ে নেবে তৃণমূল ?

এই পরিস্থিতিতে সব নেতাই নিজেদের মতো করে তৃণমূলে ফেরার চেষ্টা চালাচ্ছেন ৷ সেই চেষ্টা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও দেখা যাচ্ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷ সৌজন্যের মোড়কে তিনি ঘাসফুল শিবিরে ফের নাম লেখানোর চেষ্টা করছেন বলে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে ৷

আরও পড়ুন :Mukul Roy : উপেক্ষার কারণেই পদ্ম-সঙ্গ ত্যাগ, বলছেন মুকুল ঘনিষ্ঠরা

উল্লেখ্য, গত শনিবার রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে উপস্থিত হন তিনি । দীর্ঘ এক ঘণ্টার বেশি সময় বৈঠক হয় দুই নেতার মধ্যে ৷ এই বৈঠককে তিনি সৌজন্য সাক্ষাৎ বলে গোটা বিষয়টি এড়িয়ে যান । এর এর পর গতকাল তিনি গিয়ে উপস্থিত হন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে । গতকালই মাতৃবিয়োগ ঘটেছে পার্থবাবুর । সেই কারণেই তিনি সেখানে গিয়েছিলেন ৷ অতি বড় রাজনৈতিক ব্যক্তিও এই সাক্ষাৎকে কোনওভাবেই এর সঙ্গে রাজনীতির যোগসূত্র টানতে পারবেন না ।

কিন্তু সূত্রের খবর, দলে ফিরতে মরিয়া রাজীব বন্দ্যোপাধ্যায় যেন-তেন প্রকারেণ তৃণমূল শীর্ষ নেতৃত্বের মন গলাতে চাইছেন । আর সে কারণেই এই মরিয়া পদক্ষেপ করছেন তিনি । বিশেষ করে বিজেপির বিরুদ্ধে মুখ খোলার পর যেভাবে তৃণমূল নেতাদের সঙ্গে নৈকট্য বাড়াচ্ছেন রাজীব, তা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন :Mamata Banerjee : সিঙ্গুর বিল পাসের দশম বর্ষপূর্তিতে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

এমন প্রেক্ষাপটে রাজীব বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলে যাতে ফেরানো না হয়, সেই দাবিতে যেভাবে বিক্ষোভের সুর চড়া হচ্ছে । বিগত কয়েকদিনে রাজীবের বিরুদ্ধে পোস্টার পড়েছে ডোমজুড়ের বিভিন্ন এলাকায় । 'মীরজাফর', 'গদ্দার', 'বেইমান' বলে রাজীবকে কটাক্ষ করা হয়েছে । এবার রাজীবের বিরুদ্ধে পথে নামলেন ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের একাংশ । রাজীবকে যাতে না ফেরানো হয় দলে, এই দাবি জানিয়ে হাওড়া-আমতা রোড অবরোধ করা হল ।

আসলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরার সম্ভাবনার কথা প্রকাশ্যে আসতেই ঘাসফুল শিবিরের অন্দরে এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছে । সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে স্থানীয় বিধায়ক নেতা-মন্ত্রীরাও তাঁর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন । এমতাবস্থায় হাল ছেড়ে না দিয়ে যেভাবে একের পর এক সৌজন্য সাক্ষা‍ৎ চলছে, তাতে রাজনৈতিক মহল বলছে যে সৌজন্যের মোড়কেই কি প্রত্যাবর্তনের পথ প্রস্তুত করছেন রাজীব !

আরও পড়ুন :Rajib Banerjee : এবার ডোমজুড়ে রাজীবের তৃণমূলে ফেরা আটকাতে কুশপুতুল দাহ করে বিক্ষোভ

ABOUT THE AUTHOR

...view details