পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাঘববোয়ালদের আদৌ কি ধরতে চাইছে পুলিশ, উঠছে প্রশ্ন - latest news today

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এখনও পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অথচ কলকাতা পুরনিগমের একাধিক আধিকারিকের নাম উঠে এলেও কেন তাঁদের কাউকে জেরা করা হল না ? কেন সিসিটিভি ফুটেজে পাওয়া গেল পুরনিগমে দেবাঞ্জনের উপস্থিতি? প্রশ্ন তুলছে বিরোধীরা ৷

is-kolkata-police-really-wants-to-investigate-with-proper-way-in-fake-covid-vaccine-case
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের রাঘবোয়ালদের আদৌ কি ধরতে চাইছে পুলিশ, উঠছে প্রশ্ন

By

Published : Jul 3, 2021, 8:01 PM IST

কলকাতা, 3 জুলাই : ভুয়ো আমলা (Fake IAS) পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিল দেবাঞ্জন দেব ৷ তার গ্রেফতারির পর এখনও পর্যন্ত যা তথ্য সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে সে বেশিরভাগ ক্ষেত্রেই কলকাতা পুরনিগমের (Kolkata Municipal Corporation) নাম ভাঙিয়ে প্রতারণার জাল বিস্তার করেছে ৷ এমনকি, কসবার যে অফিসে সে ভুয়ো ভ্যাকসিন (Fake Covid Vaccine) দেওয়ার ক্যাম্প করেছিল, সেটাও কলকাতা পুরনিগমের নামে চলত ৷

স্বাভাবিকভাবেই তাই অভিযোগের আঙুল উঠছে কলকাতা পুরনিগমের দিকে ৷ প্রাক্তন পুলিশ কর্তারা মনে করছেন, কলকাতা পুরনিগমের আধিকারিক ও কর্মীদের একাংশের যোগসাজশ ছাড়া এই ধরনের জালিয়াতি সম্ভব নয় ৷ কলকাতা পুলিশের তদন্তকারীরা এই নিয়ে মুখে কুলুপ আঁটলেও সূত্র মারফত জানা গিয়েছে, কলকাতা পুরনিগমে অবাধ যাতায়াত ছিল দেবাঞ্জন দেবের ৷ তার যে ল্যাপটপ পুলিশ বাজেয়াপ্ত করেছে, সেখান থেকে পুরনিগমের কিছু নথির কপি পাওয়া পাওয়া গিয়েছে ৷ আর দেবাঞ্জনের মোবাইলে রয়েছে পুরনিগমের কর্মীদের নাম-নম্বর ৷ তাঁদের অনেককে ফোন করার প্রমাণও পাওয়া গিয়েছে প্রাথমিক তদন্তে ৷

আরও পড়ুন :Fake Vaccination Case : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত আরও এক

তদন্তে নেমে পুরনিগমের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল লালবাজার । কিন্তু তাও কেন সিসিটিভি ফুটেজে এখনও পুলিশ দেবাঞ্জনকে দেখতে পেল না ? অন্যদিকে দেবাঞ্জনের মোবাইলে যে পুরকর্মীদের নাম-নম্বর পাওয়া গেল কিংবা যাঁদের সঙ্গে দেবাঞ্জনের ফোনে বার্তালাপ হত, তাঁদের কাউকেই এখনও জেরা করেননি তদন্তকারীরা ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, পুরনিগমের আধিকারিকদের একাংশকে কি তাহলে আড়াল করতেই তদন্ত গতি অন্যদিকে বইয়ে দেওয়ার চেষ্টা চলছে? এর জন্য লালবাজারের গোয়েন্দাদের উপর কোনও অদৃশ্য চাপ রয়েছে ?

প্রসঙ্গত, এই ঘটনায় মোট ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ । যাঁদের মধ্যে রয়েছে দেবাঞ্জনের দাদা ও দেবাঞ্জনের নিরাপত্তারক্ষীও । লালবাজারের দাবি, এখনও পর্যন্ত দেবাঞ্জন কাণ্ডে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা কোনও না কোনও ভাবে দেবাঞ্জনকে সাহায্য করে আর্থিকভাবে লাভবান হয়েছে । তাহলে পুরনিগমের অন্দরে কারা কারা লাভবান হলেন, সেটা কেন খতিয়ে দেখা হবে না, উঠছে প্রশ্ন ৷

আরও পড়ুন :কলকাতা পৌরনিগমের সদর দফতরে প্রবেশে মানতে হবে 13 দফা বিধিনিষেধ

এই প্রশ্ন তুলেছেন রাজ্যসভার সাংসদ তথা কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য । তিনি বলেছেন, ‘‘তদন্তের গতিপ্রকৃতি ঘুরিয়ে দেওয়ার জন্যই এই ঘটনায় আংশিকভাবে যুক্ত যাঁরা রয়েছেন, তাঁদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করছে কলকাতা পুলিশ ৷ এখনও অবধি কোনও পুরকর্মী বা কোনও পুরনিগমে আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারল না কলকাতা পুলিশ ।’’ তাই গোটা ঘটনায় পুলিশ দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ তিনি এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ৷

সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপিও ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও শুরু হয়েছে ৷ সিবিআই তদন্তের দাবি আবার তুললেন বিজেপি নেতা সায়ন্তন বসু ৷ তিনি বলেন, ‘‘ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের ঘটনায় গ্রেফতার হচ্ছে একেক জন, আর গোটা ঘটনার মাথারা দিনের আলোয় ঘুড়ে বেড়াচ্ছেন । দেবাঞ্জন দক্ষিণ কলকাতায় তৃণমূলের আইটি সেলে কাজ করত । তার ওঠাবসা ছিল পুরনিগমের আধিকারিকদের সঙ্গে । পুলিশের সঙ্গে । ফলে যাদের গ্রেফতার করা হচ্ছে, তারা মূল নয় । গোটা ঘটনার মূল অভিযুক্তরা অবাধে ঘুরছে ৷’’

আরও পড়ুন :রাজ্যপালের সঙ্গে ছবি প্রকাশ্যে আসার পরেই গ্রেফতার দেবাঞ্জনের দেহরক্ষী

এই পরিস্থিতিতে তৃণমূল অবশ্য গোটা বিষয়টিতে দূরত্ব বজায় রাখাই শ্রেয় মনে করছে ৷ তাই দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘‘এই ব্যাপারটা নিয়ে এখন আমি কোনও কথা বলব না ৷’’

ABOUT THE AUTHOR

...view details