কলকাতা, 19 ডিসেম্বর : অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন, কলকাতা পৌরনিগমের ভোটের (KMC Election 2021) ক্ষেত্রে কি এই কথাটি ব্যবহার করা যায় ?
দিনভর কলকাতার বিভিন্ন ওয়ার্ড থেকে বিরোধীদের যে অভিযোগ বারবার উঠে এসেছে, তাতে কলকাতার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ৷ বিরোধীরা বলছে, শাসকদল তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের জেরে মহানগরের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, বিরোধীদের তোলা সন্ত্রাসের অভিযোগ আসলে অজুহাত ৷ বিরোধীরা নাটক করছে ৷
বঙ্গ রাজনীতির হালহকিকৎ নিয়ে যাঁরা খোঁজখবর রাখেন, তাঁদের বক্তব্য যে আজ কলকাতায় ভোট নিয়ে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তা নজিরবিহীন ৷ এর আগে বিধাননগর পৌরনিগমের ভোটে ব্যাপক হিংসার অভিযোগ উঠেছিল ৷ পঞ্চায়েত ভোটেও এই ধরনের অভিযোগ উঠেছে ৷ তাঁরা বলছেন, 2015 সালে কলকাতা পৌরনিগমের নির্বাচনে কিছু অভিযোগ অবশ্যই উঠেছিল ৷ কিন্তু তার পরিমাণ এতটা ছিল না ৷
প্রসঙ্গত, রবিবার সকাল থেকে কোথাও বোমাবাজির অভিযোগ উঠেছে, কোথাও বাম-কংগ্রেস-বিজেপি প্রার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে ৷ বিরোধী এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া, পুলিশের সঙ্গে হাতাহাতির অভিযোগও উঠেছে ৷ বাম-কংগ্রেস-বিজেপি একজোট হয়ে ধরনাও দিয়েছে ৷
স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, কেন এমন পরিস্থিতি হল ? যেখানে কলকাতা হাইকোর্টে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে বলেছিল ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও দলের বৈঠকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে এবার শান্তিপূর্ণ ভোট করতে হবে তার পরও কেন এমন পরিস্থিতি তৈরি হল ? উত্তর খুঁজছেন কলকাতার বাসিন্দারা ৷