পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Election 2021 : অভিষেকের হুঁশিয়ারি সত্ত্বেও অশান্তি, অবাধ ভোট নিয়ে শাসক-বিরোধী তরজা চরমে - Latest News on Kolkata Municipal Election 2021

আজ, রবিবার ছিল কলকাতা পৌরনিগমের নির্বাচন (KMC Election 2021) ৷ সেই ভোট ঘিরে দিনভর নানা অভিযোগ উঠল ৷ শাসক তৃণমূল কংগ্রেস অবশ্য পুরোটাই বিরোধীদের নাটক বলে মনে করছে ৷ আর বিরোধীরা সরব শাসকের সন্ত্রাসের অভিযোগ নিয়ে ৷

is kmc election 2021 complete peacefully tmc and its opposition have different views
KMC Election 2021 : মহানগরের ভোট কি অবাধ-শান্তিপূর্ণ হল, শাসক-বিরোধী তরজা চরমে

By

Published : Dec 19, 2021, 8:42 PM IST

Updated : Dec 19, 2021, 10:42 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর : অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন, কলকাতা পৌরনিগমের ভোটের (KMC Election 2021) ক্ষেত্রে কি এই কথাটি ব্যবহার করা যায় ?

দিনভর কলকাতার বিভিন্ন ওয়ার্ড থেকে বিরোধীদের যে অভিযোগ বারবার উঠে এসেছে, তাতে কলকাতার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ৷ বিরোধীরা বলছে, শাসকদল তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের জেরে মহানগরের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, বিরোধীদের তোলা সন্ত্রাসের অভিযোগ আসলে অজুহাত ৷ বিরোধীরা নাটক করছে ৷

বঙ্গ রাজনীতির হালহকিকৎ নিয়ে যাঁরা খোঁজখবর রাখেন, তাঁদের বক্তব্য যে আজ কলকাতায় ভোট নিয়ে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তা নজিরবিহীন ৷ এর আগে বিধাননগর পৌরনিগমের ভোটে ব্যাপক হিংসার অভিযোগ উঠেছিল ৷ পঞ্চায়েত ভোটেও এই ধরনের অভিযোগ উঠেছে ৷ তাঁরা বলছেন, 2015 সালে কলকাতা পৌরনিগমের নির্বাচনে কিছু অভিযোগ অবশ্যই উঠেছিল ৷ কিন্তু তার পরিমাণ এতটা ছিল না ৷

প্রসঙ্গত, রবিবার সকাল থেকে কোথাও বোমাবাজির অভিযোগ উঠেছে, কোথাও বাম-কংগ্রেস-বিজেপি প্রার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে ৷ বিরোধী এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া, পুলিশের সঙ্গে হাতাহাতির অভিযোগও উঠেছে ৷ বাম-কংগ্রেস-বিজেপি একজোট হয়ে ধরনাও দিয়েছে ৷

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, কেন এমন পরিস্থিতি হল ? যেখানে কলকাতা হাইকোর্টে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে বলেছিল ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও দলের বৈঠকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে এবার শান্তিপূর্ণ ভোট করতে হবে তার পরও কেন এমন পরিস্থিতি তৈরি হল ? উত্তর খুঁজছেন কলকাতার বাসিন্দারা ৷

যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 65 শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে ৷ 2015 সালে যা ছিল 68.85 শতাংশ ৷ মাস কয়েক আগে বিধানসভা নির্বাচনে কলকাতা 11টি কেন্দ্রে সব মিলিয়ে 60.99 শতাংশ ভোট পড়েছিল ৷ ফলে কলকাতার পৌর-ভোটে শতাংশের হিসেবে ভোট বেড়েছে ৷

তাছাড়া কলকাতার বাসিন্দাদের একাংশের বক্তব্য, গোলমাল বেশ কয়েকটি নির্দিষ্ট জায়গায় হয়েছে ৷ বাকি অংশে ভোট শান্তিপূর্ণই হয়েছে ৷ আর এই বক্তব্যকেই হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস৷ দলের নেতারা বলছেন, মানুষ যদি ভোট দিতে না পারেন, তাহলে এত শতাংশ ভোট পড়ল কীভাবে ? বিরোধীদের পালটা, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি ৷ সবটাই ছাপ্পা ৷

বিরোধীদের এই অভিযোগকে নাটক বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিরোধীদের উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি ৷ অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, অশান্তিতে দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন :Mamata on KMC Election 2021 : ‘নাটুকে’ বিরোধীদের উপেক্ষার পরামর্শ মমতার

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয়, সেটা যেমন দেখার, তেমনই দেখার ভোটে অশান্তি ছড়ানোর অভিযোগে কোনও তৃণমূল নেতা শাস্তির মুখে পড়েন কি না ! তেমন কিছু হলে, তা অবশ্যই বঙ্গ রাজনীতির প্রেক্ষিতে নজিরবিহীন হবে বলা যেতেই পারে ৷

Last Updated : Dec 19, 2021, 10:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details