পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আনলক : শিকেয় সামাজিক দূরত্ব - COVID 19 Update Kolkata

আনলক শুরু হতে না হতেই খুলেছে বেশিরভাগ সরকারি ও বেসরকারি দপ্তর । প্রতিদিন প্রায় কয়েক লাখ মানুষ বাইরে থেকে শহরে আসেন । এভাবে সামাজিক দূরত্ব মানা কতটা সম্ভব ? বাড়ছে চিন্তা ।

Social Distancing
সামাজিক দূরত্ব

By

Published : Jun 9, 2020, 1:04 AM IST

কলকাতা, 8 জুন : শিকেয় উঠেছে সামাজিক দূরত্বের বিধি । বিভিন্ন বাজার থেকে শুরু করে প্রকাশ্য স্থানে বাড়ছে ভিড় । বাস কিংবা অটোতে গা ঘেঁষাঘেঁষি করে মানুষজন যাতায়াত করছেন । এটাই এখন শহর কলকাতার স্বাভাবিক ছবি । আর এর ফলেই বাড়ছে সংক্রমণের আশঙ্কা । শহরবাসীর একাংশ বলছে কলকাতার যা জনঘনত্ব তাতে মানুষ কাজে বেরলে সামাজিক দূরত্ব বিধি মেনে চলা সম্ভব নয় । অথচ চিকিৎসকরা বলছেন, কোরোনা রুখতে হলে এইমুহূর্তে সবথেকে বড় হাতিয়ার সামাজিক দূরত্ব । ফলে আগামী দিনে কলকাতার সংক্রমণ চিত্রটা কী দাঁড়াবে, তা ভেবেই শিউড়ে উঠছেন অনেকে।

এমনিতেই শহরে প্রায় দেড় কোটি মানুষের বাস । তার সঙ্গে রুজি-রুটির টানে প্রতিদিন শহরে আসেন কয়েক লাখ মানুষ । জনঘনত্বের দিক থেকে ভারতের শীর্ষে রয়েছে মুম্বই। তথ্য বলছে, 187 বর্গ মাইলের এই শহরের প্রতি বর্গ মাইলে বাস করেন 76 হাজার 790 জন মানুষ । তালিকায় কলকাতার নাম রয়েছে দ্বিতীয় স্থানে । কলকাতা শহরের আয়তন 205 বর্গ মাইল । জনঘনত্বের দিক থেকে প্রতি বর্গ মাইলে 61 হাজার 945 জন মানুষ বাস করেন । তার সঙ্গে জীবিকার টানে প্রতিদিন শহরে আসে লাখ লাখ মানুষ । ফলে দিনভর ভিড় লেগেই থাকে । লকডাউনের মাঝেও কলকাতার বাজারগুলিতে দেখা গেছিল ভিড়ের ছবি । অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে বেশকিছু বাজার বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল কলকাতা পৌরনিগম । অনেক বাজারকে স্থানান্তরিত করা হয়েছিল স্থানীয় খেলার মাঠে কিংবা পার্কে ।

আনলক পর্যায়ে সেই চিত্রটা আরও করুণ হয়েছে। কলকাতা পুলিশ দাবি করছে, সামাজিক দূরত্বের বিধি যাতে মানা হয় তা নিশ্চিত করার চেষ্টা চলছে । কিন্তু বাস্তব বলছে যান নিয়ন্ত্রণ সহ অন্যান্য কাজে ব্যস্ত থাকতে হচ্ছে পুলিশকে । ফলে অন্যান্য সময় যত বেশি পুলিশকর্মী দিয়ে ভিড় নিয়ন্ত্রণ করা হত, তা এখন সম্ভব নয় । ফলে অবস্থাটা দিন দিন করুণ হতে শুরু করেছে কলকাতায় ।

এ প্রসঙ্গে শহরবাসীর একটা বড় অংশ বলছেন, "সমাজিক দূরত্বের বিধি মানা হচ্ছে না । আসলে এই বিশাল জনঘনত্বের শহরে সামাজিক দূরত্বের বিধি মানা সম্ভব নয় । নানা প্রয়োজনে মানুষকে বাইরে বের হতে হচ্ছে । বাস-অটোতে উঠতে হচ্ছে । সেখানে সামাজিক দূরত্ব কোথায় ? এর ফলে আগামী দিনে সংক্রমণ অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ।"

কী বলছে কলকাতার আমজনতা ?

ABOUT THE AUTHOR

...view details