কলকাতা, 11 জুলাই : হাফিজুল-কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ সেই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বাড়ির ছবি তোলা থেকে সেই ছবি একাধিক ফোন নম্বরে পাঠানোর বিষয়টি সামনে এসেছে ৷ সোমবার হাফিজুল মোল্লাকে আদালতে পেশ করেছিল পুলিশ ৷ সেখানেই তদন্তকারীরা এই তথ্য জানিয়েছেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বিনা অনুমতি প্রবেশের অভিযোগ উঠেছে হাফিজুলের বিরুদ্ধে ৷ তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ তার পর আদালত তাঁকে পুলিশি হেফাজতে পাঠায় ৷ আদালত সূত্রে খবর, এতদিন হাফিজুলকে জেরা করে কী কী তথ্য উঠে এসেছে, সেটাই এদিন পেশ করেন তদন্তকারীরা ৷
সেখানে দাবি করা হয়, মুখ্যমন্ত্রীর বাড়ি ও তার চারপাশের ছবি তুলেছিল হাফিজুল ৷ সেই ছবি একাধিক ফোন নম্বরে পাঠিয়েছিল ৷ তিনি ঝাড়খণ্ড ও বিহারে তো ফোন করেইছিলেন ৷ পাশাপাশি বাংলাদেশেও ফোন করতেন তিনি ৷ তাছাড়া মুখ্যমন্ত্রীর বাড়ি সম্পর্কে বিভিন্ন তথ্য়ও সংগ্রহ করেন তিনি ৷ আর সেই তথ্য জানতে তিনি সাহায্য নিয়েছিলেন ছোট-ছোট শিশুদের ৷ ওই শিশুদের চকোলেট ও কোল্ড ড্রিঙ্কস দিয়ে তথ্য হাতিয়েছিলেন তিনি ৷ এই নিয়ে আদালতে সিসিটিভি ক্যামেরার ফুটেজও জমা দিয়েছে পুলিশ ৷ সেখানে গত 3 জুলাই হাফিজুলকে মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশে ঘুরতে দেখা গিয়েছে ৷
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান ৷ ফলে মুখ্যমন্ত্রীর বাড়িতে কীভাবে হাফিজুল ঢুকেছিলেন, তাই নিয়ে প্রশ্ন উঠেছে বারবার ৷ তদন্তে সিটও গঠন করেছেন লালবাজার ৷ কলকাতা পুলিশের ডিসি (এসটিএফ)-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক জেরা করেছেন হাফিজুলকে ৷ সূত্রের খবর, সিট হাফিজুলের কাছ থেকে 11টি সিম কার্ড বাজেয়াপ্ত করেছে ৷ একটি মোবাইলও উদ্ধার হয়েছে ৷