কলকাতা, 13 জুলাই : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বাড়িতে ঢুকে পড়ার অভিযোগে ধৃত হাফিজুল মোল্লাকে জেরা করে আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা । জানা গিয়েছে, ধৃত হাফিজুল মোল্লা বেশ কিছু বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করতেন । কিন্তু ওই সিমের মাধ্যমে তিনি কাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, সেই সম্পর্কে কিছু স্পষ্ট করেননি গোয়েন্দারা ।
লালবাজার (Lalbazar) সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনের বেশ কিছু ছবি তিনি বাংলাদেশের বেশ কয়েকজন ব্যক্তির হাতে তুলে দিয়েছে । ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট (SIT) । এখনও পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য থেকে সিটের গোয়েন্দাদের প্রশ্ন, তাহলে কি হাফিজুলের সঙ্গে সরাসরি বাংলাদেশের কোন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগ রয়েছে ?
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে ধরা পড়েন হাফিজুল মোল্লা নামে উত্তর 24 পরগনার বসিরহাটের ওই বাসিন্দা । তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি লোহার রড । তাঁকে নিজেদের হেফাজতে নেয় কলকাতা পুলিশ ৷ লালবাজারের তরফে গঠন করা হয় সিট ৷