কলকাতা, 29 এপ্রিল : গোষ্ঠীদ্বন্দ্বকে পিছনে ফেলে কি বিজেপি ফের ঐক্যবদ্ধ হচ্ছে ? নাকি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে একতার ছবি কর্মীদের কাছে দেখাতে বাধ্য হচ্ছেন নেতারা ? আপাতত এই দু’টি প্রশ্ন ঘোরাফেরা করছে গেরুয়া শিবিরের অন্দরে (is factionalism in bjp ends after central leadership direction?) ৷ একেবারে বুথস্তরের কর্মী থেকে রাজ্যস্তরের মেজ-সেজ নেতারা বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে উৎসুক ৷
সম্প্রতি একটি কর্মসূচিতে একমঞ্চে দেখা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumder), জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Amit Shah) ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়কে (BJP MP Locket Chatterjee) ৷ তাঁরা একসঙ্গে দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ৷ আক্রমণ শানিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে ৷
অথচ গত কয়েকমাসে এই নেতারাই কখনও দলের অন্দরে, কখনও প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করেছেন ৷ দলের বিভিন্ন কর্মপন্থার বিরুদ্ধে সরব হয়েছেন ৷ সেই কারণেই একেবারে শুরুতে উল্লেখিত দু‘টি প্রশ্ন খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷ যদিও সুকান্ত মজুমদার গোষ্ঠী কোন্দলের বিষয়টি মানতে নারাজ ৷ তাঁর বক্তব্য, ‘‘আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই ।’’
যদিও বিজেপির একটি সূত্রের খবর, নয়াদিল্লির পণ্ডিত দিনদয়াল মার্গে বিজেপির সদর দফতরকে নির্দেশ এসেছে ৷ নির্দেশ দিয়েছেন স্বয়ং জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda) ৷ বঙ্গ বিজেপিকে একজোট লড়াই করার বার্তা দিয়েছেন তিনি ৷ তার পরই দ্বন্দ্ব ভুলে নেতারা হাতে হাত রেখে লড়াইয়ের ময়দানে নেমেছেন আবার ৷