পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"ডেঙ্গি অ্যাজেন্ডা নয়?" বিধানসভার অধিবেশন স্থগিত নিয়ে প্রশ্ন রাজ্যপালের - বিধানসভার অধিবেশন স্থগিত প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্য

কার্যবিবরণী না থাকায় গতকাল হঠাৎ দু'দিনের জন্য স্থগিত রাখা হয় বিধানসভার শীতকালীন অধিবেশন ৷ আজ এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় প্রশ্ন তোলেন, "ডেঙ্গি কি অ্যাজেন্ডা নয় ?"

Jagdeep Dhankar
জগদীপ ধনকড়

By

Published : Dec 4, 2019, 8:55 PM IST

Updated : Dec 4, 2019, 10:58 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : কার্যবিবরণী না থাকায় গতকাল হঠাৎ দু'দিনের জন্য স্থগিত রাখা হয় বিধানসভার শীতকালীন অধিবেশন ৷ আজ এবং আগামীকাল বিধানসভার অধিবেশন বসবে না ৷ এ বিষয়ে অবশ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যপালের কাছে বেশ কিছু বিল পাঠানো হয়েছিল ৷ যে বিলগুলিতে এখনও পর্যন্ত তাঁর অনুমোদন পাওয়া যায়নি । এমন কী বিলগুলোতে স্বাক্ষরও করেননি তিনি । আজ এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পালটা প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর প্রশ্ন, "ডেঙ্গি কি অ্যাজেন্ডা নয়?"

রাজ্যপাল বলেন," আমি সাংবিধানিক কাজে একদিনের জন্যেও দেরি করি না । 30 বছর আগে আমি পার্লামেন্টে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলাম । এটা কখনও শোনা যায়নি । কী করে একটি অধিবেশনে অ্যাজেন্ডা না থাকে? ডেঙ্গি । ডেঙ্গি কি একটা অ্যাজেন্ডা নয় ? স্বাস্থ্য সচিবকে কেন পরিবর্তন করে দেওয়া হল ? কেউ তোমায় আয়না দেখালেই তুমি তাঁকে পরিবর্তন করে দিতে পারো না । এটা একটা বড় সমস্যা । " পাশাপাশি আগামীকাল তিনি বিধানসভা ঘুরে দেখতে যাচ্ছেন বলেও জানান । বলেন, "আমি কাল বিধানসভা যাচ্ছি । বিধানসভায় কাল কাজ হবে না । তাই কোনও কাজে বাধাও সৃষ্টি হবে না । আমি 26 নভেম্বর বিধানসভা গেছিলাম । আমি অ্যাসেম্বলিকে অ্যাড্রেস করলেও দেখতে পাইনি । আমার এবং বাইরে থেকে যাঁরা আসেন তাঁদের অনেকেরই মন চায় দেখতে ‌। পশ্চিমবঙ্গের বিধানসভা ঐতিহাসিক, আমি পড়েছি অনেক আগে ৷ 50-এর দশকে এই বিধানসভায় যাঁরা বসতেন, আর যে রিসোলিউশনগুলি পাশ হয়েছিল সে গুলো ঐতিহাসিক । তাই আমি ওখানে যাব ৷ দেখব ৷ লাইব্রেরিতে যাব ।"

দেখুন ভিডিয়ো...

বিধানসভা যাওয়ার বিষয়ে অধ্যক্ষ যে ভাবে প্রতিক্রিয়া দিয়েছেন তা তাঁর হৃদয়কে স্পর্শ করেছে বলে জানান রাজ্যপাল । তিনি বলেন, " বিধানসভা যাওয়ার কথা মনে হতেই আমি অধ্যক্ষকে চিঠি লিখি ৷ উনি বলেন, আপনি স্বাগত । এ ভাবেই আমরা কাজ করি । অধ্যক্ষ জানিয়েছেন, তিনি আমার বিধানসভা ভিজ়িটের জন্য অপেক্ষা করছেন । আমি ওঁকে অ্যাপ্রিসিয়েট করি । এ ভাবেই সব অঙ্গকে কাজ করতে হবে । আমার হৃদয় স্পর্শ করেছে ওঁর প্রতিক্রিয়া । তিনি জিজ্ঞেস করেন, আমি ওখানে লাঞ্চ করব কি না ৷ আমার স্ত্রী সঙ্গে যেতে চান কি না । "

Last Updated : Dec 4, 2019, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details