পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 12, 2022, 7:05 PM IST

ETV Bharat / city

Kunal Ghosh : আদালতের উডবার্নে ‘নিষেধাজ্ঞা’য় কি মান্যতা পেল কুণালের অভিযোগ

তদন্ত থেকে বাঁচতে অভিযুক্তরা উডবার্নে ভর্তি হচ্ছেন, সোমবার অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ ৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এসএসসি মামলায় নির্দেশ দিতে গিয়ে জানায়, হাজিরা এড়াতে উডবার্নে ভর্তি হওয়া যাবে না ৷ তাহলে কি আদালত কুণালের অভিযোগকেই মান্যতা দিল (Is Calcutta HC Validating Kunal Ghosh Allegation about SSKM Woodburn Ward) ?

is-calcutta-hc-validating-kunal-ghosh-allegation-about-sskm-woodburn-ward
Kunal Ghosh : আদালতের উডবার্নে ‘নিষেধাজ্ঞা’য় কি মান্যতা পেল কুণালের অভিযোগ

কলকাতা, 12 এপ্রিল : আদালতে দাঁড়িয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) । আদালতকে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে অভিযুক্তরা নিজেদের বাঁচাতে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডকে ব্যবহার করছে । সোমবার কুণালের এই অবস্থানের পর কাকতালীয়ভাবে মঙ্গলবার এসএসসি মামলায় (SSC Recruitment Scam Case) নির্দেশ দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট জানায়, সিবিআইয়ের কাছে হাজিরা এড়াতে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থতার কারণ দেখিয়ে সেই উডবার্নে ভর্তি হতে পারবেন না ৷ তাহলে কি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের বক্তব্যকেই মান্যতা দিল আদালত (Is Calcutta HC Validating Kunal Ghosh Allegation about SSKM Woodburn Ward) ? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠেছে ৷ কিন্তু প্রশ্ন উঠলেও এদিন এই নিয়ে নীরবই রইলেন কুণাল ঘোষ ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ এসএসসি মামলার শুনানিতে সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (যিনি এক সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন) ৷ আদালত এদিন বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই পার্থকে নিজাম প্যালেসে হাজির হতে বলেছিল ৷ কিন্তু পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় ৷ আগামিকাল এই নিয়ে শুনানি রয়েছে ৷

কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশ সামনে আসার পরই বিতর্ক চরমে ওঠে ৷ কারণ, কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্র কুণাল ঘোষই বলেছিলেন যে এসএসসি দুর্নীতি সংক্রান্ত অভিযোগ পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন উঠেছিল, তাই এই নিয়ে পার্থই সব বলতে পারবেন ৷ তখনই প্রশ্ন ওঠে, তাহলে কি এই দুর্নীতিতে পার্থর যোগ রয়েছে বলে ইঙ্গিত করতে চাইছেন কুণাল ? রাজ্যসভার প্রাক্তন এই সাংসদ এই প্রশ্নের উত্তরে শুধু যুক্তির জাল বুনে গোটা বিষয়টি এড়িয়ে গিয়েছেন ৷

অন্যদিকে অন্য একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে উডবার্ন ওয়ার্ড নিয়ে আক্ষেপ করেন ৷ সেখানে তদন্ত থেকে বাঁচতে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি ৷ তাঁর এই অভিযোগ তোলার পরদিনই আদালত পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ৷ সময়সীমা বেঁধে দিয়ে আদালত আরও জানায়, প্রয়োজনে পার্থকে গ্রেফতার করতে পারবে সিবিআই ৷ আর হাজিরা এড়াতে উডবার্নে ভর্তি হতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) ক্যাবিনেটের এই গুরুত্বপূর্ণ সদস্য ৷

আপাতত ডিভিশন বেঞ্চের নির্দেশে পুরো বিষয়টির উপর স্থগিতাদেশ জারি হয়েছে ৷ কিন্তু তার পরও প্রশ্ন উঠছে, সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিয়ে কুণাল ঘোষের অভিযোগকেই কি মান্যতা দিল আদালত ? এই নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণালের বক্তব্য, এ বিষয়ে আমি একটি কথাও বলব না । বিষয়টি আদালতের বিচারাধীন, সেই কারণেই তিনি মন্তব্য করবেন না বলেও জানান কুণাল ৷

তিনি মুখে কুলুপ আঁটলেও, প্রশ্নের বহর কিন্তু থেমে যাচ্ছে না ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, তাহলে কি নিজের দলকে অস্বস্তিতে ফেলার জন্যই কি এই কৌশল নিচ্ছেন কুণাল ?

আরও পড়ুন :HC Orders on Partha Chatterjee : সাময়িক স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের, এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই হাজিরার নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

ABOUT THE AUTHOR

...view details