কলকাতা, 22 এপ্রিল : আসানসোল ও বালিগঞ্জের উপ-নির্বাচনে (Asansol-Ballygunge Bye Election 2022) ফল খারাপ হওয়ার পর থেকে বিজেপির অন্দরের কোন্দল (BJPs Inner Conflict) বারবার প্রকাশ্যে চলে আসছে ৷ এবার দলের জাতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra National Secretary) তোপ দাগলেন ৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি আত্ম-অহঙ্কার ছাড়ার বার্তা দিলেন ৷
শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট করেন অনুপম হাজরা ৷ তিনি লেখেন, ‘‘আত্ম-অহঙ্কার ছাড়ো ৷ আত্ম-বিশ্লেষণ করো ! পুরনো মানুষগুলো ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে !’’ শেষে তিনি যোগ করেছেন, ‘‘মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ ৷’’
বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম এখানে বিজেপির নাম উল্লেখ করেননি ৷ কাকে উদ্দেশ্য করে এই পোস্ট সেটাও লেখেননি ৷ শুধু কৌশলে ‘যার জন্য প্রযোজ্য’ শব্দটি তিনটি হ্যাশট্যাগের সঙ্গে লিখে বুঝিয়েছেন ৷