কলকাতা, 3 জুন: গরু পাচার থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে জেরবার বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাহলে কি এ বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের হাত থেকে ক্ষণিকের জন্য স্বস্তি পেতেই নিজের শারীরিক অবস্থাকে সামনে রেখে লড়াই করতে চান অনুব্রত ? এমনটাই মনে করছেন অনেকে ।
গতকাল ভোট-পরবর্তী হিংসার ঘটনায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে টানা সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ (Anubrata Mondal pretending sick)। আর তার আগে নিজাম প্যালেসে গরু পাচার কাণ্ডে প্রায় সাড়ে তিন ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের ফলে অনেকটাই ধকল গিয়েছে শরীরে । ফলে গতকাল ভোট পরবর্তী হিংসার ঘটনায় জিজ্ঞাসাবাদের পর আজ অনুব্রত মণ্ডল সরাসরি ছুটলেন এসএসকেএম হাসপাতালে ।
জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের অর্শের সমস্যা বেড়েছে ৷ তাই সার্জারি বিভাগের চিকিৎসকদের পরামর্শ নিতে তিনি এসএসকেএম-এ গিয়েছিলেন । এই বিষয়ে রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম জানিয়েছেন, শাসক দলের দলদাসে পরিণত হয়েছে হাসপাতাল । ফলে হাসপাতালের দ্বারস্থ হয়ে নিজের শারীরিক অবস্থাকে আরও বড় আকারে তুলে ধরাই যায় ।