কলকাতা, 11 জুন : শুক্রবার তৃণমূল ভবনে মুকুল রায়কে (Mukul Roy) স্বাগত জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ উত্তরীয় পরিয়ে দিলেন ৷ জড়িয়েও ধরলেন ৷ সেই সময় অভিষেকের মুখে তৃপ্তির অভিব্যক্তি নজর এড়ায়নি কারও ৷ কৌশলী চালে বিপক্ষকে ধাক্কা দেওয়ার পর যে তৃপ্তি আসে, অভিষেকের মুখে সেটাই দেখা গিয়েছে এদিন ৷
তৃণমূল কংগ্রেসের একটি সূত্র বলছে যে মুকুলের ঘর ওয়াপসির এই পুরো এপিসোডে অভিষেকের ভূমিকা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ পুরো ক্ষেত্রটা তিনিই তৈরি করে দিয়েছিলেন ৷ আর সেগুলি গত কয়েকদিনে প্রকাশ্যে দেখা গিয়েছে ৷ হাসপাতালে অসুস্থ মুকুল-পত্নীকে দেখতে গিয়েছেন অভিষেক ৷ সেই প্রসঙ্গে মুকুল-পত্নীকে মাতৃসমা বলেও উল্লেখ করেছেন ৷ অভিষেকের সৌজন্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ও ৷
আরও পড়ুন :ঝরল মুকুল; শুভেন্দু-আদিখ্যেতার মাশুল দিল বিজেপি ?
তাই রাজনৈতিক মহল মুকুলের তৃণমূল কংগ্রেসে ফেরার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফল্য দেখতে পাচ্ছেন ৷ তৃণমূল ছাড়ার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে মুকুলের সম্পর্কের যে শীতলতা তৈরি হয়েছিল, সেটা সম্ভবত অভিষেকও দূর করেছেন ৷
আর এর মাধ্যমে তিনি প্রতিপক্ষ বিজেপিকেও ধাক্কা দিলেন ৷ কারণ, মুকুল রায় তৃণমূলে ফেরা মানে তাঁর অনুগামীরাও একে একে তৃণমূলেই ফিরবেন ৷ অথবা ফিরতে শুরু করেছেন ৷ তাই 2024 এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই ঘটনাকে অভিষেকের সাফল্য হিসেবেও ব্যাখ্যা করছেন কোনও কোনও রাজনৈতিক বিশ্লেষক ৷