পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জগদ্ধাত্রী পুজোর জন্য চক্ররেলের সময় পরিবর্তন - পাঞ্জাবে কিষান বিক্ষোভ

চক্র রেলের সময়সূচিতে পরিবর্তন ৷ জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনের জন্য এই পরিবর্তন করা হয়েছে ৷ পাশাপাশি কিছু ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে ৷

ircular rail service
চক্ররেলের সময় পরিবর্তন

By

Published : Nov 20, 2020, 12:52 PM IST

কলকাতা, 20 নভেম্বর : জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনের জন্য পরিবর্তন আনা হল চক্র রেলের সময়সূচিতে। পাশাপাশি নিয়ন্ত্রণ করা হবে ট্রেনগুলিকেও। অন্যদিকে পঞ্জাবে কৃষক বিক্ষোভের জেরে বাতিল হল ট্রেন।

নিরঞ্জন উপলক্ষে আগামী 24 নভেম্বর, মঙ্গলবার বিকেল থেকে 25 নভেম্বর, বুধবার পর্যন্ত চক্ররেলের পরিবর্তিত সূচি:

* একজোড়া চক্ররেল EMU লোকাল কলকাতা স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করবে, আবার কলকাতা স্টেশন থেকেই সেই ট্রেনটির যাত্রা শুরু হবে।

*একজোড়া চক্ররেল EMU লোকাল মাঝেরহাট স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করবে, আবার কলকাতা স্টেশন থেকেই সেই ট্রেনটির যাত্রা শুরু হবে।

*একজোড়া চক্ররেল EMU লোকাল বালিগঞ্জ স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করবে, আবার কলকাতা স্টেশন থেকেই সেই ট্রেনটির যাত্রা শুরু হবে।

*2 জোড়া চক্ররেল EMU লোকালের যাত্রাপথ পরিবর্তন করা হবে। ট্রেনটি শিয়ালদা স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করবে এবং পুনরায় শিয়ালদা স্টেশন থেকেই যাত্রা শুরু করবে। আর এক জোড়া ট্রেনের বালিগঞ্জ স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করা হবে এবং আবার বালিগঞ্জ থেকেই যাত্রা শুরু হবে।

বাতিল হল ট্রেন
পঞ্জাবে কৃষক বিক্ষোভের জেরে 02331 হাওড়া-জম্মু তাওয়াই স্পেশল ট্রেন যেটি আগামীকাল হাওড়া থেকে ছাড়ার কথা সেটি বাতিল করা হল। 02332 জম্মু তাওয়াই হাওড়া স্পেশাল ট্রেন যেটি জম্মু তাওয়াই থেকে 22 নভেম্বর ছাড়ার কথা, সেই ট্রেনটি বাতিল করা হয়েছে। অন্যদিকে 02345/02346 হাওড়া গুয়াহাটি স্পেশালের দুটি ICF রেকের পরিবর্তে LHB রেক দেওয়া হবে। এই ট্রেন আগামী 28 নভেম্বর হাওড়া থেকে ও 29 নভেম্বর গুয়াহাটি থেকে ছাড়বে। LHB কোচগুলি আকারে অনেকটাই বড়।

ABOUT THE AUTHOR

...view details