পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চায়ের কাপে লেখা “ম্যায় ভি চৌকিদার", রেলের বিরুদ্ধে অভিযোগ কমিশনে - tea

শতাব্দী এক্সপ্রেসে “ম্যায় ভি চৌকিদার" লেখা কাপে চা পরিবেশন নিয়ে তৈরি বিতর্ক। কাপের ব্যবহার বন্ধ করল IRCTC

“ম্যায় ভি চৌকিদার" লেখা কাপ

By

Published : Mar 30, 2019, 4:49 AM IST

Updated : Mar 30, 2019, 4:57 AM IST

কলকাতা, ৩০ মার্চ : রেলের টিকিট ও বিমানের বোর্ডিং পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ঘিরে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। এবার শতাব্দী এক্সপ্রেসে “ম্যায় ভি চৌকিদার" লেখা কাপে চা পরিবেশন নিয়ে তৈরি হল বিতর্ক। এরপরই অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। বাধ্য হয়ে ওই কাপের ব্যবহার বন্ধ করে দিয়েছে IRCTC কর্তৃপক্ষ।

ওই চায়ের কাপের ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখান থেকেই জানা গেছে, কাঠগোদাম শতাব্দী এক্সপ্রেসে ওই কাপে চা দেওয়া হয় যাত্রীদের। দিল্লির তরফেও বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে। বিষয়টি জানার পরই পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের তরফে। যিনি এই কাপগুলি দিয়েছেন, সেই ব্যক্তিকে জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে।

সেই কাপ

IRCTC কর্তৃপক্ষ জানিয়েছে, এটি পেইড বিজ্ঞাপন। যদিও এটি প্রচার করার ক্ষেত্রে কোনও অনুমতি নেওয়া হয়নি। সেই সূত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শোকজ় করা হয়েছে। জরিমানা করা হয়েছে এক লাখ টাকা। বিষয়টি নজরে আনেননি অন বোর্ড সুপারভাইজ়ারি স্টাফ কিংবা প্যান্ট্রিকার ইনচার্জ। বিষয়টি নিয়ে তাঁদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে কাপের ব্যবহারও।

নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ এবং আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে আসছে। বিভিন্ন প্রকল্পের পোস্টার ও হোর্ডিংয়ে তাঁদের মুখ দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছিল।

Last Updated : Mar 30, 2019, 4:57 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details