পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

IPS Jayanta Kumar Basu transferred: এসএসসি-র নিয়োগ দুর্নীতির জের ? সরানো হল আইপিএস জয়ন্তকুমার বসুকে - এসএসসি নিয়োগ দুর্নীতি

এসএসসি দুর্নীতি সামনে আসতেই ডিরেক্টোরেট অফ ইকোনমিক অফেন্সেসের অধিকর্তার পদ থেকে সরানো হল আইপিএস জয়ন্তকুমার বসুকে (IPS Jayanta Kumar Basu transferred)৷

IPS Jayanta Kumar Basu transferred after SSC recruitment scam unveils
এসএসসি-র নিয়োগ দুর্নীতির জের ? সরানো হল আইপিএস জয়ন্তকুমার বসুকে

By

Published : May 6, 2022, 2:25 PM IST

কলকাতা, 6 মে: এসএসসি-র নিয়োগ দুর্নীতির (SSC recruitment scam) ঘটনা সামনে আসার পর এ বার রাজ্য সরকারের ডিরেক্টোরেট অফ ইকোনমিক অফেন্সেস অধিকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া হল বর্তমানে এডিজি পদের আইপিএস আধিকারিক জয়ন্তকুমার বসুকে (IPS Jayanta Kumar Basu transferred)। তাঁকে এডিজি প্রভিশনিং পদে পাঠানো হয়েছে ।

এসএসসি দুর্নীতি কাণ্ড সামনে আসার সময় রাজ্য সরকারের ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস অধিকর্তা পদে ছিলেন আইপিএস জয়ন্তকুমার বসু । এর পরেই রাজ্য সরকারের হাত থেকে সেই তদন্তভার গিয়ে পৌঁছয় সিবিআইয়ের হাতে । এসএসসি কাণ্ডে অস্বস্তিতে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে । আইপিএস মহলের দাবি, সেই জন্যই আইপিএস জয়ন্তকুমার বসুকে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেসের অধিকর্তা পদ থেকে সরিয়ে দেওয়া হল ।

শুধু জয়ন্তকুমার বসু নন । বদলি করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিক অরিজিৎ সিনহাকেও । তাঁকে এসপি ঝাড়গ্রামের পদে বসানো হয়েছে । তবে বর্তমানে কে ডিসি ট্র্যাফিক সেটা পরিষ্কার হয়নি । তাছাড়াও জ্ঞানবন্ত সিং এডিজি সিআইডি এবং রাজ্য এসটিএফ-এর শীর্ষ পদে ছিলেন । সেখান থেকে তাঁকে সরিয়ে নতুন এডিজি সিআইডি করা হয়েছে আর রাজশেখরণকে ।

আরও পড়ুন:SSC Recruitment : না আঁচালে বিশ্বাস নেই, এখনই উঠছে না আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থান

জ্ঞানবন্ত সিং শুধু এডিজি এসটিএফ-এর দায়িত্ব সামলাবেন । তাছাড়াও ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে । তিনি এ বার ব্যারাকপুর পুলিশ কমিশনারের পাশাপাশি আইজি এসিবি পদ সামলাবেন । তাছাড়াও বিধাননগরের নতুন কমিশনার ডিটেকটিভ ডিপার্টমেন্ট হলেন বিশ্বজিৎ ঘোষ ৷ তিনি আগে ছিলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার ।

ABOUT THE AUTHOR

...view details