কলকাতা, 11 ফেব্রুয়ারি : মধুচন্দ্রিমা যে শেষ, সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই । এবার বোধহয় বিচ্ছেদ স্রেফ সময়ের অপেক্ষা । অন্তত পারিপার্শ্বিক ইঙ্গিত যা বলছে, তাতে সেই বিষয়টি স্পষ্ট হচ্ছে ।
আইপ্যাক ও তৃণমূল কংগ্রেসের সম্পর্ককে আপাতত এভাবেই ব্যাখ্যা করা যায় ৷ কারণ, শুক্রবার আইপ্যাকের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আনফলো করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (ipac unfollow mamata banerjee on twitter) । একইভাবে ভোট কুশলী প্রশান্ত কিশোরের ফলোয়ার লিস্টেও নেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (PK Unfollow Mamata Banerjee on Twitter) । এই নিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, কে কাকে আনফলো করবে, সেটা তাদের ব্যাপার ৷
তাহলে এই সংস্থার সঙ্গে কি তৃণমূল কংগ্রেসের সম্পর্কের ইতি ? সম্প্রতি ভোট কুশলী এই সংস্থার সঙ্গে দলের প্রবীণ নেতাদের দূরত্ব তৈরি হয়েছিল । এমনকি এটাও শোনা যায় যে টেলিফোনে কথা কাটাকাটি হয় প্রশান্ত কিশোর ও পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে । যদিও এখনও কোনও পক্ষই এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি ৷
তবে মনে করা হচ্ছে গোয়ায় বিধানসভা নির্বাচনের পরেই পাকাপাকিভাবে সমস্ত সম্পর্ক ছিন্ন হতে পারে তৃণমূলের সঙ্গে আইপ্যাকের । তৃণমূলের অন্দরের খবর, সম্ভবত আর থাকছে না আইপ্যাক এবং তৃণমূলের মধ্যে চুক্তি । তৃণমূল সুপ্রিমোকে আনফলো করা তারই ইঙ্গিত । আরও ভাল করে বললে বলা যায়, এটা বিচ্ছেদ প্রক্রিয়ার প্রথম ধাপ । কিন্তু আশ্চর্যের বিষয় হল, মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক এবং প্রশান্ত কিশোর উভয়ের ফলোয়ার তালিকায় রয়েছেন । আর এই বিষয়টি যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে ।