পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Ipac again follow Mamata : বিতর্ক শুরু হতেই টুইটারে ফের মমতাকে ফলো আইপ্যাকের, তবে আনফলো পিকে‘র - Mamata Banerjee

আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কের সমীকরণ নিয়ে ধোঁয়াশা অব্যাহত ৷ শুক্রবার প্রশান্ত কিশোরের সংস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে আনফলো করে ৷ তারপর বিতর্ক তৈরি হতেই আবার ফলো করে (IPac again follow Mamata) ৷ যদিও পিকে‘র টুইটারে এখনও আনফলো মমতা ৷

ipac again starts follow mamata banerjee on twitter amid controversy
IPac again starts follow Mamata : বিতর্ক শুরু হতেই টুইটারে ফের মমতাকে ফলো আইপ্যাকের

By

Published : Feb 11, 2022, 6:51 PM IST

Updated : Feb 11, 2022, 7:31 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো করেছে আইপ্যাক ৷ এই খবর সামনে আসতেই বিতর্ক তৈরি হয় ৷ তারপরই মমতাকে ফের ফলো করল আইপ্যাক (IPac again starts follow Mamata Banerjee on Twitter amid Controversy) ৷ যদিও পিকে‘র টুইটারে এখনও আনফলো তৃণমূল সুপ্রিমো ৷

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই আইপ্যাক ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সম্পর্ক নিয়ে নানা খবর শোনা যাচ্ছে ৷ তার বেশিরভাগই দু’পক্ষের মধ্যে সম্পর্ক ছিন্নকে কেন্দ্র করে ৷ এই পরিস্থিতিতে যখন বিষয়টি প্রকাশ্যে আসে যে, আইপ্যাক টুইটারে মমতাকে আনফলো করেছে, তখন স্বাভাবিকভাবে নানা জল্পনা শুরু হয় ৷

প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থার সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের ? সেই প্রশ্নের উত্তর মেলেনি ৷ কিন্তু আইপ্যাক নতুন করে মমতাকে ফলো করতে শুরু করায়, বিতর্ক অন্যদিকে মোড় নিতে শুরু করেছে ৷

টুইটারে ফের মমতাকে ফলো আইপ্যাকের

প্রশ্ন উঠছে, তাহলে কি বিতর্কে ধামাচাপা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হল ? কারণ, আইপ্যাকের সঙ্গে প্রশান্ত কিশোরও মমতাকে আনফলো করেছিলেন (PK Unfollow Mamata Banerjee on Twitter) ৷ সন্ধ্যা পর্যন্ত প্রশান্ত কিন্তু মমতাকে কিন্তু ফলো করা শুরু করেননি ৷ বরং তিনি অভিষেককে ফলো করছেন ৷

আরও পড়ুন :Mamata Banerjee Calls Party Meeting : শনিবার কালীঘাটে দলের জরুরি বৈঠক ডাকলেন মমতা

Last Updated : Feb 11, 2022, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details